Deboshree Roy

Deboshree: ‘সর্বজয়া’র বড় বদল! শাড়ি নয়, জিন্স-স্যুটে ছোট পর্দা কাঁপাবেন দেবশ্রী

শাড়িতে সাজতে সাজতে একঘেয়েমিতে ভুগছেন ছোট পর্দার ‘সর্বজয়া’? তাই এ বারের বসন্ত উৎসবে পাশ্চাত্য সুন্দরী তিনি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৪:২৫
Share:

দেবশ্রী রায়।

বুধবার সকাল থেকে ভাইরাল দেবশ্রী রায়। বহু যুগ পরে তিনি আগের মতো পাশ্চাত্য পোশাকে। অফ শোল্ডার কালো টপ। কালো ছেঁড়া ট্রাউজার। শিকারি জুতো। কাঁধে আলগোছে ফেলা সমুদ্র সবুজ স্যুট। খোলা চুল দেবশ্রী ফিরিয়ে এনেছেন তাঁর ‘অতীত’। যে সময়ে তিনি একছত্র রাজত্ব করতেন বাংলা বিনোদন দুনিয়ায়। ছবির মন্তব্য, ‘বসন্ত জাগ্রত দ্বারে।’

Advertisement

শাড়িতে সাজতে সাজতে একঘেয়েমিতে ভুগছেন ছোট পর্দার ‘সর্বজয়া’? তাই এ বারের বসন্ত উৎসবে পাশ্চাত্য সুন্দরী তিনি?

জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। দেবশ্রী তখন স্টুডিয়োগামী। যেতে যেতেই ফোনে বললেন, ‘‘সকাল থেকে যে ছবি সবার চর্চায় সেটি তুলেছি একটি পত্রিকার জন্য। কিন্তু প্রায় এই সাজেই খুব শিগগিরি আসছি ছোট পর্দায়। ধারাবাহিক ‘সর্বজয়া’য়।’’ কিন্তু সম্প্রচারণ বলছে, ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অসুস্থ। হাসপাতালে ভর্তি। শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে তার!

Advertisement

দেবশ্রীর দাবি, ওখানেই মোচড়। সর্বজয়া অসুস্থতার ভান করছে। আদতে সে সম্পূর্ণ সুস্থ। পরিবারের বাকি সদস্যরা ষড়যন্ত্র করে পারিবারিক ব্যবসার ক্ষতি করতে চাইছে। সেই চক্রান্ত ফাঁস করতেই অসুস্থতার ভান করে সে হাসপাতালে। যাতে সবার চোখের আড়ালে থেকে ছদ্মবেশে হাতেনাতে ধরতে পারে কু-চক্রীদের। অভিনেত্রীর কথায়, ‘‘তার জন্য প্রায় এই ধরনের সাজই সাজব। অফ শোল্ডার টপের বদলে থাকবে ক্যাজুয়াল শার্ট, জিন্স, স্যুট আর স্কার্ফ। ধারাবাহিকেও চুল খোলা থাকবে।’’

বহু যুগ পরে পুরনো সাজে ফিরে কী অনুভূতি তাঁর? নিন্দকদের মুখে নতুন করে ঝামা ঘষে দিলেন? হাসতে হাসতে অভিনেত্রীর উত্তর, ‘‘কে কী বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। যা ছিলাম তাই থাকব। নিজেকে বারবার এ ভাবেই প্রমাণ করে যাব। আমি এই ধরনের সাজেই অভ্যস্ত। সুযোগ পেলে আবারও পাশ্চাত্য পোশাকে দেখা যাবে আমায়। শুধু ছোট পর্দা নয়, বড় পর্দাতেও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement