Debashree Roy

Debashree Roy: অভিনেত্রী না হলে কী হতেন দেবশ্রী? উত্তর দিলেন ‘সর্বজয়া’

ধারাবাহিকের কথা বলতে বলতেই নিজের মনের ইচ্ছের কথা জানালেন দেবশ্রী। আগাগোড়াই নাকি তাঁর নৃত্যশিল্পী হওয়ার বাসনা ছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২২:৪৫
Share:
Advertisement

অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ৯ অগস্ট থেকে দেবশ্রী রায়কে ফের দেখা যাবে ছোট পর্দায়। জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে ফিরছেন দেবশ্রী। স্নেহাশিস চক্রবর্তীর পরিচালনায় এবং ব্লুজ প্রোডাকশনের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ধারাবাহিক। দেবশ্রীর স্বামীর ভূমিকায় দেখা যাবে কুশল চক্রবর্তীকে। ধারাবাহিকের ট্রেলারে দেখা যায় এক অভিজাত পরিবারের পুত্রবধূ দেবশ্রী। কিন্তু বিলাসিতার ঝাঁ চকচকে মোড়কে নয়, ভালবাসার মানুষ এবং পরিবারের মধ্যেই নিজের আনন্দ খুঁজে পায় সর্বজয়া। জীবনের প্রত্যেকটি ধাপে পাশে পায় তার স্বামীকে।

দেবশ্রীর কথায়, ‘‘সর্বজয়া চরিত্রটি একদম নিষ্পাপ। কিন্তু সে ধাপে ধাপে কোথায় যাবে সেটাই দেখার। এই চরিত্র অনেকটাই ঝর্ণার মতো। সব সময় নিজের আনন্দে চলে। আমাকে এই চরিত্রে দর্শক পছন্দ করবেন।’’

ধারাবাহিকের কথা বলতে বলতেই নিজের মনের ইচ্ছের কথা জানালেন দেবশ্রী। আগাগোড়াই নাকি তাঁর নৃত্যশিল্পী হওয়ার বাসনা ছিল। কিন্তু অভিনেত্রী হিসেবেই বেশি বিখ্যাত হন তিনি। ‘উনিশে এপ্রিল’-এর ‘অদিতি’ বললেন, ‘‘দেবশ্রী রায় অভিনেত্রী না হলে নিশ্চয়ই নৃত্যশিল্পী হত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement