Debashree Roy

অনেক বছর পর্দার আড়ালে, এ বার ফিরছেন দেবশ্রী

অনেক বছর পর্দার আড়ালে ছিলেন। এ বার কামব্যাক করছেন দেবশ্রী রায়। ছবির নাম ‘তুমি কি সেই?’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ০০:০১
Share:

দেবশ্রী

অনেক বছর পর্দার আড়ালে ছিলেন। এ বার কামব্যাক করছেন দেবশ্রী রায়। ছবির নাম ‘তুমি কি সেই?’ তাঁকে আবার পর্দায় আনতে চলেছেন পরিচালক অনুপ সেনগুপ্ত। পছন্দমতো চরিত্র পাচ্ছিলেন না বলেই বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলেন নায়িকা। ‘‘এই চরিত্রটা আমার মধ্যে অভিনয়ের খিদে আরও একবার জাগিয়ে দিয়েছে,’’ বলছিলেন দেবশ্রী রায়। এ জন্য গল্পটা শুনেই রাজি হয়ে গিয়েছেন। এর আগেও অনুপের সঙ্গে ছবি করেছেন অভিনেত্রী।

Advertisement

ছবিতে দেবশ্রীর সঙ্গে রয়েছেন বনি সেনগুপ্ত। বনির কাছেও এই ছবি বেশ চ্যালেঞ্জিং বলেই জানা গেল। তবে এখনই ছবির গল্প খোলসা করতে চাইলেন না দেবশ্রী, ‘‘গল্প বলে দিলেই ছবির রহস্য হারিয়ে যাবে। রহস্যে মোড়া দু’জন অসমবয়সির প্রেমের গল্প নিয়ে ছবিটি।’’ শুটিং শুরু হতে আরও দু’মাস। ঝাড়খণ্ড ও রামোজি ফিল্ম সিটিতেই শুটিং হবে। মজার ব্যাপার, পরিচালক-প্রযোজক ছবির নাম নিয়ে যখন ধন্দে পড়েছিলেন, তখন দেবশ্রীই ছবির নাম ঠিক করে দেন। তিনি এতটাই ‌ একাত্ম হয়ে গিয়েছেন ছবিটির সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement