Raveena Tandon

ছুটির দিনে জমজমাট নাচ-গান, মিঠুন-মনামী-দেবের সঙ্গে রবিনা ট্যান্ডন

রবিনা মুম্বইয়ের একাধিক নাচের রিয়্যালিটি শো-এ বহু বার অংশ নিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৭:৫২
Share:

দেব, মনামী এবং মিঠুনের সঙ্গে রবিনা

মিঠুন চক্রবর্তী, দেব অধিকারীর মধ্যিখানে কে? জুনিয়র এম জি মনামী ঘোষ। উঁহু! ২০, ২১ মার্চ আর তেমনটা হওয়ার যো নেই! দেবীদের দল ভারী করতে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এ ওই ২দিন দেখা যাবে বলি তারকা রবিনা ট্যান্ডনকে। বিশেষ বিচারকের আসনে বসার পাশাপাশি শো জমিয়ে দেবেন তাঁর নাচে। অনুপ্রাণিত করবেন অংশগ্রহণকারীদেরও।

Advertisement

এর আগে রবিনা মুম্বইয়ের একাধিক নাচের রিয়্যালিটি শো-এ বহু বার অংশ নিয়েছেন। গত বছর তাঁকে দেখা গিয়েছিল জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ শো-এ। গোবিন্দর সঙ্গে তাঁর জুটি অনুুুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছিল। তার থেকেও বড় চমক তিনি দেখাতে চলেছেন এই মঞ্চে, এমনই দাবি প্রযোজক-পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের।
রবিনার সঙ্গে পারফর্ম করে খুশি মনামীও। শো-এর নেপথ্য কাহিনির ছবি তিনি শ্যুটিংয়ের সময়েই শেয়ার করেছিলেন নেটমাধ্যমে। জানিয়েছিলেন, ‘‘রবিনাজির মতো তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়েই সেরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement