বলিউড নিয়ে মহেশ বাবুর বিস্ফোরক মন্তব্যের প্রেক্ষিতে এ বার মুখ খুললেন অভিনেতা দলিপ তাহিলও। বললেন, ‘‘মহেশ তো ঠিকই বলেছেন। আসলে তিনি যতটা না পারিশ্রমিক নিয়ে বলেছেন, তার চেয়ে বোঝাতে চেয়েছেন অন্য কথা। দক্ষিণের কাজের পরিবেশ মুম্বইয়ের চেয়ে অনেক ভাল। অনেক গুছিয়ে কাজ করেন দক্ষিণীরা। মহেশের মতো এক জন সর্বভারতীয় খ্যাতনামী অভিনেতার পক্ষে বলিউডে মানিয়ে নিতে অসুবিধাই হওয়ার কথা।’’
গত মাসেই একটি সাক্ষাৎকারে মহেশ বাবু জানিয়েছিলেন, তাঁকে ভাড়া করার ক্ষমতা বলিউডের নেই। বহু প্রস্তাব এলেও বলিউডে কাজ করতে আগ্রহী নন তিনি— দক্ষিণী তারকার এমন ঘোষণার পরেই উত্তাল হয়েছিল বলিপাড়া। মহেশের স্পর্ধায় হতবাক অনেক অভিনেতাই তাঁকে কটাক্ষ করতে চেয়েছিলেন। যদিও বর্ষীয়ান অভিনেতা দলিপ তাহিল সেই পথে হাঁটলেন না।
বলিউডের অনেকেই যেখানে মহেশ বাবুর বিপক্ষে, সেখানে দলিপ পাশে দাঁড়ালেন কী করে?
‘তুলসিদাস জুনিয়র’-এর অভিনেতা এক সাক্ষাৎকারে জানান, ইন্ডাস্ট্রিতে তাঁর ৪৭ বছরের অভিজ্ঞতায় অনেক কিছু শিখেছেন। সম্প্রতি পবন কল্যাণের সঙ্গে একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে দলিপ দেখেন দক্ষিণে কাজটা হয় অন্য ভাবে। বর্ষীয়ান অভিনেতার কথায়, ‘‘প্রযোজকেরা শ্যুটিংয়ের সময়ে সেটেই উপস্থিত থাকেন। গোটা ছবির শ্যুট চলে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী। তাই পরে দৃশ্য বদল বা মতবিরোধ হওয়ার জায়গাই নেই। চিত্রনাট্যও ঠিক সময়মতো তৈরি থাকে। গুছিয়ে কাজ হয়।’’
মুম্বইতে কি সুসংবদ্ধ ভাবে কাজ হয় না? জবাবি দলিপের বক্তব্য, ‘‘মুম্বইতে ইদানীং গুছিয়ে কাজ করার চেষ্টা অনেকেই করছেন। কিন্তু দক্ষিণের থেকে শেখার আছে বলিউডের।’’ কী রকম? দলিপ বলে চলেন, ‘‘দক্ষিণে অভিনেতা-অভিনেত্রীরা যখন যে কাজে চুক্তিবদ্ধ, কেবলমাত্র সেটাই করেন। পাশাপাশি অন্য কাজে যুক্ত হয়ে পড়েন না। তাই শ্যুটিংয়ের সময়সূচি ঘনঘন বদলাতে হয় না। সুষ্ঠু ভাবে কাজ শেষ হয়।’’
সব মিলিয়ে এমন শৃঙ্খলার ছবি দক্ষিণের চলচ্চিত্রকে উৎকর্ষতা দিতে বাধ্য বলেই মনে করছেন দলিপ। তাঁর পরামর্শ, মুম্বইয়ে ছবি নির্মাণেও এমন সংহতি প্রয়োজন।