coronavirus

করোনা: লিঙ্গ-বয়স ভুল! কণিকার রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন পরিবারের

মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রিপোর্টে লিঙ্গ এবং বয়স-সহ কণিকার বেশ কিছু ব্যক্তিগত তথ্য ভুল দেওয়া রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২২ মার্চ ২০২০ ১৯:২৫
Share:

কণিকা কপূর।

কণিকার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসার পরেই দেশজুড়ে তোলপাড়। বেবি-ডল গায়িকার অবিবেচক কার্যকলাপে ক্ষোভে ফুঁসছেন নেটাগরিক থেকে সাধারণ। এরই মধ্যে তাঁর কোভিড-১৯ পজিটিভ আসার রিপোর্ট কতটা সত্যি, বা আদৌ সত্যি কি না, তা নিয়ে প্রশ্ন তুলল কণিকার পরিবার।

Advertisement

মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রিপোর্টে লিঙ্গ এবং বয়স-সহ কণিকার বেশ কিছু ব্যক্তিগত তথ্য ভুল দেওয়া রয়েছে।

যেমন, কণিকার আসল বয়স ৪১ হলেও রিপোর্টে লেখা রয়েছে ২৮। শুধু তাই নয়, কণিকার পরিবারের দাবি, মেডিকাল রিপোর্টে কণিকার লিঙ্গও লেখা হয়েছে ‘মেল’ অর্থাৎ পুরুষ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

আরও পড়ুন-করোনা: সপরিবারে হাততালি দিয়ে ধন্যবাদ জানালেন অমিতাভ বচ্চনও

গত ৯মার্চ লন্ডন থেকে মুম্বই ফিরে আসেন কণিকা। ১৪ দিনের হোম কোয়রান্টিনের নির্দেশ অমান্য করে ১১ তারিখ তিনি হোমটাউন লখনউ উড়ে যান। যোগ দেন বেশ কিছু পার্টিতেও। এর পরেই গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হয়ে লখনউ-এর কিং জর্জ মেডিকাল কলেজে ভর্তি হন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement