Salman Khan

বাড়িতেই পোস্ট প্রোডাকশনের কাজ

একটি সূত্র মারফত জানা গিয়েছে, ‘রাধে’র প্রায় অনেকটাই শুটিং সারা। বাকি রয়েছে সলমন আর দিশা (পাটনি) অভিনীত একটি গান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ০০:০১
Share:

সলমন

তাঁকে বলা হয় একটি স্বতন্ত্র ইন্ডাস্ট্রি। ছবির বড় অঙ্কের ব্যবসা করা তাঁর কাছে প্রথম প্রায়রিটি। বলেনও সেই কথা। তাই কার্যত গোটা দুনিয়া যখন ঘরবন্দি, তখন তাঁর আগামী ছবি ‘রাধে’র পোস্ট প্রোডাকশনের কাজ নিজের পানভেলের ফার্ম হাউসে শুরু করে দিলেন সলমন খান। সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশিকা সরকারি তরফে দেওয়া হয়েছে, তা যাতে লঙ্ঘন না হয়, তার জন্য হাতে গোনা কয়েক জনকে নিয়েই কাজ শুরু করেছেন সলমন।

Advertisement

একটি সূত্র মারফত জানা গিয়েছে, ‘রাধে’র প্রায় অনেকটাই শুটিং সারা। বাকি রয়েছে সলমন আর দিশা (পাটনি) অভিনীত একটি গান। গত বুধবার ফার্ম হাউসে চলে গিয়েছেন সলমন। তাঁর ছবির পরিচালক প্রভু দেবা এখন চেন্নাইয়ে। ফোনে অনবরত তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন সলমন। গত সপ্তাহেই শুটিং বন্ধ হয়ে গিয়েছে। তাই আপাতত এই কাজ করা ছাড়া কোনও বিকল্প নেই সলমনের হাতে।

ইদে মুক্তি পাওয়ার কথা ‘রাধে’র। আগামী বছরের জন্যও একটি ছবি ঘোষণা করে রেখেছেন সলমন। তবে তাঁর শেষ কয়েকটি ছবি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement