সন্দীপ অওর পিঙ্কি ফারার
করোনা-ত্রাস কড়া নাড়ছে এ শহরেও। স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি বিনোদন দুনিয়াকেও গ্রাস করেছে করোনা-আতঙ্ক। বিগ বাজেট ছবির মুক্তি পিছিয়ে যাওয়া থেকে বিভিন্ন ছবির শুটিং স্থগিত রাখা হচ্ছে একই কারণে। মুম্বই, দিল্লি-সহ দেশের বিভিন্ন বড় শহরে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সিনেমা হলও। এই পরিস্থিতিতে কলকাতার সিনেপাড়ার অবস্থা ঠিক কী রকম?
সিনেমা হল বন্ধ রাখার সরকারি নির্দেশ এখনও পর্যন্ত না এলেও শোনা যাচ্ছে, এ শহরেও শিগগিরই জারি হতে পারে সে নিয়ম। ইতিমধ্যেই করোনা-আতঙ্কে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি কমতে শুরু করেছে কলকাতায়। নবীনা সিনেমার তরফে নবীন চৌখানি বললেন, ‘‘ছোট রিলিজ় হোক বা বড়, একটা অ্যাভারেজ ফুটফল থাকেই। সেটা এই উইকেন্ডে বেশ খানিকটা কমেছে করোনার জেরে।’’ শহরের আর এক মাল্টিপ্লেক্স চেনও তাদের বিভিন্ন হলে প্রাথমিক সুরক্ষার ব্যবস্থা রেখেছে এই পরিস্থিতিতে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আংরেজ়ি মিডিয়াম’-এর ব্যবসা খানিকটা মার খাচ্ছে এর জেরে। তাই নির্মাতারা ছবিটি পুনরায় মুক্তির পরিকল্পনাও করে রেখেছেন। আর এক বিগ বাজেট বলিউড ছবি ‘বাগী থ্রি’ শুরুতে ভাল ব্যবসা করলেও, অষ্টম দিন থেকে সেই গ্রাফ নিম্নগামী। আগামী শুক্রবার ‘যশ রাজ ফিল্মস’-এর ‘সন্দীপ অওর পিঙ্কি ফারার’ মুক্তি পাওয়ার কথা ছিল। তা আপাতত স্থগিত রাখা হয়েছে। এ মাসে অক্ষয়কুমারের ‘সূর্যবংশী’র অপেক্ষায় ছিলেন যাঁরা, তাঁরাও হতাশ।
ছবি মুক্তি বাতিল হয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু ছবির শুটিং বন্ধ রাখা হচ্ছে করোনার কারণে। শাহিদ কপূরের ‘জার্সি’র চণ্ডীগড় শিডিউল বাতিল করা হয়েছে। একই অবস্থা আলিয়া ভট্ট-রণবীর কপূরের ‘ব্রহ্মাস্ত্র’-এরও। অ্যামাজ়ন প্রাইমের জনপ্রিয় শো ‘মেড ইন হেভেন’-এর পরবর্তী সিজ়নের শুটিং হওয়ার কথা ছিল ইউরোপে, বাতিল হয়ে গিয়েছে সেটিও। সলমন খানের ‘রাধে’র তাইল্যান্ড শিডিউল ক্যানসেল হলেও মুম্বইয়ে শুটিং চলছে।
করোনাভাইরাসের আবহে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানালেন, ‘হামি’ সিরিজ়ের পরবর্তী ছবির কাজ এখনই শুরু করতে পারছেন না তিনি। ছোটদের নিয়ে কাজ বলেই আরও বেশি সতর্ক পরিচালক। ‘‘পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। করোনার জের সম্পূর্ণ চলে গেলে ফের শুটিং শুরু করার কথা ভাবব,’’ বললেন শিবপ্রসাদ। আগামী ২৮ মার্চ থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল এই ছবির। মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’র শুটিংও শুরু হওয়ার কথা মার্চের শেষেই। আবীর চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায় অভিনীত ‘আবার বছর কুড়ি পরে’ ছবির আউটডোরও শুরু হচ্ছে শিগগিরই। সুজয় ঘোষ কলকাতায় করছেন ‘বব বিশ্বাস’-এর শুটিং। ‘বাজ়ি’র শুটিং করতে জিৎ এর মধ্যেই পাড়ি দিয়েছেন লন্ডনে। তবে টেলি-দুনিয়ায় এখনও ততটা আতঙ্ক ছড়ায়নি। বিভিন্ন ধারাবাহিকের শুটিং চলছে যথারীতি।
বরং বিদেশে করোনার কারণে বাতিল হয়ে যাচ্ছে বিভিন্ন কনসার্ট, শো, ফিল্ম ফেস্টিভ্যাল। জাপানে বাতিল হয়েছে বব ডিলানের আসন্ন কনসার্ট। এপ্রিলের প্রথম সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালও আপাতত হচ্ছে না। এলেন ডিজেনারেস তাঁর ভক্তদের উদ্দেশে বলেছেন, ইতিমধ্যেই ‘বোর’ হয়ে গিয়েছেন তিনি। কারণ এলেনের শোয়ের প্রোডাকশনও সাময়িক ভাবে বন্ধ। জমায়েত ও ভিড় এড়াতে ক্যানসেল করা হয়েছে লাস ভেগাসে জোনাস ব্রাদার্সের কনসার্টও। কানাডা ও মার্কিনের মুলুকে নিজেদের বেশ কিছু প্রোডাকশন আগামী দু’সপ্তাহের জন্য বন্ধ রাখছে ডিজ়নি, নেটফ্লিক্সের মতো সংস্থাও।
বিনোদন-দুনিয়াই যাঁদের রুটিরুজি, সেখানেও থাবা বসিয়েছে আতঙ্ক। পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, সে দিকেই তাকিয়ে সকলে।