কিশোরের জন্মস্থানে সংগ্রহশালা তৈরির দাবি

কিশোর কুমারের ৮৬তম জন্মদিনে তাঁর খান্ডওয়ার বাড়িকে স্মারক ও সংগ্রহশালা তৈরির দাবি জানালেন কিশোরের অনুরাগীরা। শিল্পীর বম্বে বাজারের বাড়িটিতে তাঁর স্মৃতিস্মারক তৈরির দাবি দীর্ঘ দিনের। কিন্তু সরকারের তরফ থেকে কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ কিশোর প্রেরণা মঞ্চের সভাপতি রনবীর সিং চাওয়ালার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

কিশোর কুমারের ৮৬তম জন্মদিনে তাঁর খান্ডওয়ার বাড়িকে স্মারক ও সংগ্রহশালা তৈরির দাবি জানালেন কিশোরের অনুরাগীরা। শিল্পীর বম্বে বাজারের বাড়িটিতে তাঁর স্মৃতিস্মারক তৈরির দাবি দীর্ঘ দিনের। কিন্তু সরকারের তরফ থেকে কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ কিশোর প্রেরণা মঞ্চের সভাপতি রনবীর সিং চাওয়ালার। বম্বে বাজারের ওই বাড়িতেই জন্মেছিলেন কিশোর কুমার। বর্তমানে বাড়িটি প্রায় ভেঙে পড়েছে। বেঁচে থাকাকালীন প্রায়ই ওই বাড়িতে যেতেন তিনি। শুধু তাই নয়, জীবনের শেষ কনসার্টও ওখানেই করতে চেয়েছিলেন, জানান চাওয়ালা। ১৯৮৭র ১৩ অক্টোবর খান্ডওয়ার কাছেই এক অনুষ্ঠানে শিল্পী জীবনের শেষ প্রকাশিত অ্যালবামের গান গেয়েছিলেন তিনি। সেই স্মৃতি আজও উজ্জ্বল কিশোরপ্রেমীদের মনে। শিল্পীর স্মৃতিতে সেখানে তৈরি হয়েছে সমাধি। প্রতি বছর জন্মদিনে খান্ডওয়ার মানুষ তাঁদের প্রাণের মানুষটিকে শ্রদ্ধা জানাতে যান সেই সমাধিস্থলে। তবে খালি হাতে নয়। সঙ্গে নিয়ে যান দুধ আর জিলিপি। কিশোর কুমারের চিরকালীন পছন্দ আজও মনে রেখেছে খান্ডওয়া। সেখানে শুধু শ্রদ্ধাজ্ঞাপন নয়, সঙ্গে থাকে কিশোর কন্ঠীদের জবরদস্ত প্রতিযোগিতাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement