আঙুরলতা সম্পর্কে এ কী বললেন রামগোপাল!

ফের বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে রামগোপাল ভার্মার নাম। এ বার অসমের বিজেপি বিধায়ক আঙুরলতা ডেকা সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি। ঠিক কী বলেছেন রামগোপাল? টুইটারে বলিউডের এই পরিচালক বলেন, “যদি এখন বিধায়করা এমন দেখতে হন, তা হলে সত্যিই ‘অচ্ছে দিন’ এসে গিয়েছে। ধন্যবাদ আঙুরলতাজি। ধন্যবাদ মোদীজি।...এই প্রথম আমি রাজনীতিকে ভালবেসে ফেললাম।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ১১:২৫
Share:

ফের বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে রামগোপাল ভার্মার নাম। এ বার অসমের বিজেপি বিধায়ক আঙুরলতা ডেকা সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি। ঠিক কী বলেছেন রামগোপাল? টুইটারে বলিউডের এই পরিচালক বলেন, “যদি এখন বিধায়করা এমন দেখতে হন, তা হলে সত্যিই ‘অচ্ছে দিন’ এসে গিয়েছে। ধন্যবাদ আঙুরলতাজি। ধন্যবাদ মোদীজি।...এই প্রথম আমি রাজনীতিকে ভালবেসে ফেললাম।”
রামগোপালের এই টুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। মন্তব্যের প্রতিবাদে একজন টুইট করেন, “এই মন্তব্য করে প্রমাণ করে দিলেন আপনি মহিলাদের সম্পর্কে ঠিক কী ভাবেন।” আর একজন টুইট করে বলেন, “আপনার মন্তব্যে আমি হতাশ। অশ্লীল ভাবে তাঁর দিকে না তাকিয়ে এই নতুন দায়িত্বের জন্য আপনার উচিত্ তাঁকে সমর্থন জানানো, অভিনন্দন জানানো।”
এর পরই নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে টুইট করেন এই বলিউড পরিচালক। তিনি জানান, “আমি শুধু তাঁর (আঙুরলতা ডেকা) প্রশংসাই করতে চেয়েছি। যেহেতু অধিকাংশ বিধায়ক এমন সুন্দর দেখতে হন না, তাই এটা আমার কাছে একটা বড় পরিবর্তন বলে মনে হয়েছে। প্রশংসাকে নেতিবাচক ভাবে নেওয়া হল। জানি না এটা ইংরেজির অভাব না বুদ্ধির অভাব।”

Advertisement

আরও পড়ুন:
দেশের হটেস্ট বিধায়ক কি আঙুরলতা ডেকা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement