Neha Kakkar

‘ইন্ডিয়ান আইডল’-এ জামা খুলে গান! লজ্জায় মুখ ঢাকলেন নেহা

তাঁর গানের গলা শুনেও দর্শক মহলে হাসির রোল ওঠে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ১৯:২৩
Share:

সেই অডিশনের ঝলক। ডান দিকে মুখ ঢেকেছেন নেহা।

‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে আজব কীর্তি এক প্রতিযোগীর। মঞ্চে ঢুকেই বিচারকের টেবিল থেকে চেয়ে খেতে শুরু করলেন খাবার। শুধু তাই নয়, মজা করে যখন বিচারক নেহা কক্কর যখন তাঁকে জিজ্ঞাসা করেন তিনি ‘মিল্ক শেক’ খাবেন নাকি ‘পাওভাজি’, ওই প্রতিযোগী জানান, না তাঁর ওসব কিছুই চাই না। তবে ডাল ভাত হলে ভাল হয়। তাঁর কাণ্ড দেখে তো হেসেই কুপোকাত নেহা-অনু মালিকেরা।

Advertisement

‘কাণ্ড’-এর এখানেই শেষ নয়। হঠাৎই মঞ্চে গিয়ে সঞ্জয় দত্ত অভিনীত জনপ্রিয় গান, ‘নায়ক নেহি খলনায়ক হুঁ ম্যায়’-এ গাইতে শুরু করেন তিনি।এত অবধি যা-ও বা ঠিক ছিল, হঠাৎইসবাইকেঅবাককরেএকেবারে ‘সঞ্জু বাবা’ স্টাইলে নিজের শার্ট, গেঞ্জি খুলতে শুরু করেন সেই প্রতিযোগী। ওসব দেখে বিচারকরা ‘থ’। লজ্জায় চোখ মুখই ঢেকে ফেললেন অন্যতম বিচারক নেহা কক্কর।

তাঁর গানের গলা শুনেও দর্শক মহলে হাসির রোল ওঠে। নির্বাচিত হননি তিনি। তবে বিচারকেরা একেবারে নিরাশ করেননি তাঁকে। অডিশনের পর তাঁর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিয়ে এসেছিলেন ডাল, ভাত এবং আরও কিছু সুস্বাদু খাবার।

Advertisement

আরও পড়ুন-ভাইয়ের হবু স্ত্রী আলিয়ার সঙ্গে রসায়ন কেমন? করিনা বললেন...

আরও পড়ুন-ভোগ রাঁধলেন অর্পিতা, মিমি-নুসরতরাও মাতলেন লক্ষ্মী পুজোর আনন্দে, দেখুন ফোটো অ্যালবাম

দেখে নিন সেই অডিশন

A little something to drive away your monday blues @anumalikmusic @vishaldadlani @nehakakkar @adityanarayanofficial

A post shared by Sony Entertainment Television (@sonytvofficial) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement