Ajoy Chakrabarty

অক্ষয় কুমারের ছবিতে গাইবেন অজয়! শীঘ্রই যাবেন মুম্বই, রহমানের সঙ্গে কী কথা হল তাঁর?

অজয় চক্রবর্তী এর আগেও একাধিক হিন্দি ছবিতে গেয়েছেন। গানগুলি যথেষ্ট জনপ্রিয়তাও পায়। এ বার তিনি কোন ছবিতে গাইবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৮:০৭
Share:
অজয় চক্রবর্তী অক্ষয় কুমার অভিনীত ছবিতে গাইবেন?

অজয় চক্রবর্তী অক্ষয় কুমার অভিনীত ছবিতে গাইবেন? ছবি: ফেসবুক।

বলিউডে শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তী নতুন নন। ‘গদর: এক প্রেমকথা’, ‘বন্দিশ ব্যান্ডিটস’-এ তাঁর গাওয়া যথাক্রমে ‘আন মিলো সজনা’, ‘গরজ গরজ’ জনপ্রিয়। সম্প্রতি, তাঁর সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠান শ্রুতিনন্দনে এসেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার এআর রহমান। খবর, অজয় ফের হিন্দি ছবিতে গাইবেন। সব ঠিক থাকলে ২৪ মার্চ গানের রেকর্ডিং হবে।

Advertisement

এ খবর আনন্দবাজার ডট কমকে শিল্পী জানিয়েছেন। বিনোদন দুনিয়ার সঙ্গে রাগাশ্রয়ী গানের বন্ধন চিরকালীন। শিল্পীর কথায়, “গানে রাগের ছোঁয়া না থাকলে সেই গান প্রাণ পায় না। কালজয়ীও হয় না।” এই বার্তা দিতেই শুক্রবার তাঁর প্রতিষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সে প্রসঙ্গে বলতে গিয়েই শিল্পী এ কথা জানান। কোন পরিচালককের ছবিতে গাইবেন তিনি? অজয়ের কথায়, “কর্ণ জোহরের আগামী ছবির একটি গান গাইব। ছবিতে মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পটভূমিকায় ছবির গল্প লেখা হয়েছে। ছবির নাম এখনও ঠিক হয়নি।” গীতিকার, সুরকারের নাম এখনও প্রকাশ্যে আনতে চাইলেন না তিনি।

এআর রহমান এসেছিলেন...। প্রসঙ্গে তুলতেই অজয় বললেন, “ছায়াছবিতে রাগাশ্রয়ী গানের ভূমিকা অস্বীকার করা যায় না। এ প্রসঙ্গেই আলোচনা হচ্ছিল সে দিন। রহমান, শঙ্কর-এহসান-লয়, অনন্ত মহাদেবন— এঁরা পরামর্শ নিতে আসেন আমার কাছে।” এ-ও জানান, রহমানের সুরে একটি হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি। লোকগীতি ঘরানায় রাগাশ্রয়ী গান। অজয় গেয়ে তৃপ্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement