Deepika Padukone's Relationship

রণবীর কপূর না রণবীর সিংহ! বহু বছর আগে প্রশ্নের মুখে পড়েছিলেন দীপিকা, দিয়েছিলেন কোন জবাব?

রুপোলি দুনিয়া সাক্ষী, এই তিন জনের পর্দার রসায়নও ঈর্ষণীয়। এক দিকে যখন রণবীর সিংহের সঙ্গে ঝ়ড় তুলছেন ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’য়, দীপিকা তখনই মায়া বুনছেন রণবীর কপূরের সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৯:৪৫
Share:
choosing between ranbir Kapoor and ranveer singh is difficult once deepika padukone said

রণবীর কপূরের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলও দীপিকা পাড়ুুকোন সুখী রণবীর সিংহের সংসারে। ছবি: সংগৃহীত।

রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক বলিউডের অন্যতম চর্চিত প্রেমগুলির একটি। ভাঙাগড়ায় যেন এক রূপকথা। একই ভাবে রণবীর সিংহের সঙ্গে দীপিকার প্রেম ও দাম্পত্য আর এক সোনালি স্বপ্নের আবেশ। রুপোলি দুনিয়া সাক্ষী, এই তিন জনের পর্দার রসায়নও ঈর্ষণীয়। এক দিকে যখন রণবীর সিংহের সঙ্গে ঝ়ড় তুলছেন ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’য়, দীপিকা তখনই মায়া বুনছেন রণবীর কপূরের সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে। আপাতত, তিন জনেই সংসারে স্থির। দীপিকার সঙ্গে এক কন্যার বাবা রণবীর সিংহ, আলিয়া ভট্টকে বিয়ে করে সুখে সংসার করছেন কপূরও। তাঁর ঘরেও রয়েছে ফুটফুটে কন্যা। এরই মধ্যে খবর, আসন্ন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এ তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। ছবিতে অভিনয় করবেন রণবীর-পত্নী আলিয়াও।

Advertisement

বহু বছর আগে দীপিকাকে বেছে নিতে হয়েছিল একজন রণবীরকে। ২০১৫ সালের একটি ভিডিয়ো এই মুহূর্তে ফের চর্চায় উঠে আসছে। সে সময় ইমতিয়াজ় আলির ‘তামাশা’ ছবির প্রচার সারছিলেন দীপিকা এবং রণবীর কপূর। অনুরাগীদের সঙ্গে এক কথোপকথনে দর্শকদের তরফে প্রশ্ন উঠে আসে দীপিকার কাছে— সেরা অভিনেতা হিসাবে কাকে বেছে নেবেন, রণবীর সিংহকে না কপূরকে? তত দিনে দীপিকার জীবনে নতুন করে ভালবাসার লাল রং ছড়িয়েছেন সিংহ।

দীপিকার চোখে মুখে একটি অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে। তিনি সাফ জানান, এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। বলেন, “আরে এটা তো সেই রকম প্রশ্ন, বাবাকে বেশি ভালবাস না মা-কে... এটা বলা মুশকিল।” ভিডিয়োয় দেখা যায় দীপিকার কথার মধ্যেই রণবীর কপূর বলে বসেন, “আমি বাবা হতে চাই।”

Advertisement

পরে অবশ্য নিজের বক্তব্য দৃঢ়তার সঙ্গেই জানান দীপিকা। সাফ বলেন, “আমরা সব সময় এ রকম একটা বিভাজন করতে ভালবাসি। সব সময় এই তুলনা টানা ঠিক নয়।” দীপিকা সে দিন বলেছিলেন রণবীর কপূরের ব্যক্তিত্ব আর সিংহের ব্যক্তিত্ব এক রকম নয়। তাঁদের কাজের ধরনও আলাদা। তাই তাঁরা যেমন, তেমন ভাবেই তাঁদের গ্রহণ করা উচিত, প্রশংসা করা উচিত।

প্রায় দশ বছর পর সেই কথোপকথন আবার উঠে এসেছে আলোচনায়। নেটাগরিকের একাংশ দীপিকার এই কথায় দ্বিধা খুঁজে পেয়েছেন। তাঁরা বলছেন, “নিজের মানুষকে বেছে নিন।” আবার দীপিকার মনের কথা বোঝার মতো অনুরাগীও রয়েছেন। তাঁরা পাল্টা বলেছেন, “দীপিকার কথা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি কী বলতে চেয়েছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement