বাসবদত্তা এবং সৌমিত্র।
‘এ রাজ্যে বাস করে কে তোমাদের বিরোধিতা করবে বল? কোন বিরোধী’? দশ সেকেন্ডের ছোট্ট একটি টিজার। আর তাতেই প্রশ্ন তুলে দিলেন পরিচালক শৈবাল মিত্র।
ছবির নাম ‘তখন কুয়াশা ছিল’। সৈয়দ মুস্তফা সিরাজের কাল্ট উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য বুনেছেন শৈবাল মিত্র। সেই ছবিরই প্রথম টিজারটি আনন্দবাজার ডিজিটালের সঙ্গে ভাগ করে নিলেন টিম ‘তখন কুয়াশা ছিল’।
মুখ্য ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়। এ ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়। পরিচালক শৈবাল মিত্র বলছিলেন, “তিন বার কিনেছিলাম গল্পটা। মেয়াদ ফুরিয়ে যাচ্ছিল। কিন্তু মুস্তাফা সাহেব কথা দিয়েছিলেন আমার জন্য গল্পটা রেখে দেবেন। উনি চলে যাবার পর ওঁর ছেলেদের থেকে আবার কিনতে হয় সত্ত্ব। প্রযোজক জোগাড় করার সমস্যা তো ছিলই। যাই হোক, অবশেষে ছবি মুক্তি পাচ্ছে।”
আরও পড়ুন-সাতপাকে বাঁধা পড়লেন জয়ী-পায়েল?
আগামী ৩ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।
দেখুন ট্রেলার