Bengali Movie

নেওটিয়া-কন্যার প্রথম ছবিতে অনির্বাণ, অর্জুন এবং ইশার ফার্স্ট লুক কেমন? জানাচ্ছে আনন্দবাজার অনলাইন

‘মিথ্যে প্রেমের গান’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা। রইল তাঁদের ফার্স্ট লুক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ০০:৪০
Share:
আনন্দবাজার অনলাইনে প্রকাশ্যে এল ‘মিথ্যে প্রেমের গান’ ছবির তিন চরিত্রাভিনেতার ফার্স্টলুক।

আনন্দবাজার অনলাইনে প্রকাশ্যে এল ‘মিথ্যে প্রেমের গান’ ছবির তিন চরিত্রাভিনেতার ফার্স্টলুক। ছবি: সংগৃহীত।

ছবির ঘোষণা আগেই হয়েছিল। হর্ষ নেওটিয়ার কন্যা পরমা নেওটিয়া পরিচালিত প্রথম ছবিতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা। ছবির নাম ‘মিথ্যে প্রেমের গান’।

Advertisement

সম্প্রতি, ছবির মোশন পোস্টার প্রকাশের সময় ছবিতে অনির্বাণের হালকা ঝলক পাওয়া গিয়েছিল। সঙ্গে বলা হয়েছিল, ‘‘একাকিত্বেই বোধ হয় সব শেষ, একাকিত্বেই বোধহয় সবার শুরু...’’। এ বারে ছবির তিন চরিত্রাভিনেতার ফার্স্টলুক প্রকাশ্যে।

ছবিতে অনির্বাণের চরিত্রের নাম অভীক। পেশায় সে একজন সঙ্গীতশিল্পী এবং গীতিকার।

ছবিতে অনির্বাণের চরিত্রের নাম অভীক। পেশায় সে একজন সঙ্গীতশিল্পী এবং গীতিকার। ছবি: সংগৃহীত।

এই ছবি নিয়ে নির্মাতারা এখনই খুব বেশি খোলসা করতে চাইছেন না। মূলত মিউজিক্যাল রোম্যান্টিক প্রেমের কাহিনি। ছবিতে অনির্বাণের চরিত্রের নাম অভীক। পেশায় সে একজন সঙ্গীতশিল্পী এবং গীতিকার।

Advertisement

একজন ধ্রুপদী সঙ্গীতশিল্পীর চরিত্রে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

অন্য দিকে, অর্জুন হয়েছেন আদিত্য। চরিত্রটি ধ্রুপদী সঙ্গীতশিল্পীর। ইশাকে দর্শক দেখবেন একজন সাংবাদিকের চরিত্রে। চরিত্রের নাম অন্বেষা।

ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইশা সাহাকে। ছবি: সংগৃহীত।

ছবির সঙ্গীত কুন্তল দে, সৌম্য ঋত এবং রণজয় ভট্টাচার্যের। ছবিটি আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement