Aishwarya Rai

Aishwarya Rai: ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন ঐশ্বর্যা? কান-এ যেতেই ফের চর্চায় তাঁর ঠোঁট

কান-এ যেতেই কানাঘুষো। ফের চর্চায় ঐশ্বর্যার ঠোঁট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০২২ ২০:০৮
Share:

আবারও ঠোঁট-বিতর্কে ঐশ্বর্যা!

ঐশ্বর্যা রাই ‘কান’-এ রেড কার্পেট হাঁটবেন আর তাঁর ঠোঁট নিয়ে কথা উঠবে না, তা-ও কি হয়? এ যেন বরাবরের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। ২০১৬-র কান চলচ্চিত্র উৎসবে বেগুনি লিপস্টিক পরে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন অভিষেক-ঘরনি। মানুষের অস্বস্তির কারণ সে বারেও স্পষ্ট ছিল না, এ বারও বোঝা গেল না। ২০২২ কান চলচ্চিত্র উৎসবেও ঠোঁট নিয়ে কটাক্ষের শিকার হলেন ‘তাল’-এর নায়িকা।

শুধু তা-ই নয়, ঐশ্বর্যার চেহারা নিয়েও কথা উঠল। আবার কি অন্তঃসত্ত্বা অভিনেত্রী? মন্তব্যের বন্যা বইল সে নিয়েও। গত সোমবারই মুম্বইয়ের বিমানবন্দর থেকে সপরিবারে উড়ান ধরেছিলেন অভিনেত্রী। ছোট্ট আরাধ্যার চুলের ছাঁট নিয়ে একাধিক কড়া কথা ভেসে উঠেছিল সে দিনই। নেটমাধ্যমে অনেকেই বলেছিলেন, ‘মেয়ের জন্মের পর থেকেই একই চুলের ছাঁট, বিয়ে অবধি এটাই থাকবে নাকি?’

Advertisement

তার দু’দিন যেতে না যেতেই চর্চার কেন্দ্রে ঐশ্বর্যার রেড কার্পেটের সাজ। ঝলমলে গোলাপি গাউনে মোহময়ী ঐশ্বর্যা তাঁর স্বামী ও কন্যার সঙ্গে পোজ দিচ্ছিলেন। সেই ছবি দেখেই ফের মন্তব্য ভেসে এল নেট দুনিয়ায়, ‘ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন মনে হচ্ছে!’ আর এক দলের দাবি, ‘ঐশ্বর্যাকে দেখে মনে হচ্ছে আবার অন্তঃসত্ত্বা!’

যদিও ‘কান ২০২২’ থেকে একের পর এক ছবি সামনে আসছে। তাতে দিব্যি ভিনদেশি তারকাদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন অভিনেত্রী। আরাধ্যাও হলিউডের খুদে তারকাদের সঙ্গে ছুটোছুটি করে চলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement