২৩.৫ কোটি ভিউয়ার, ইউটিউবে গানপোকাদের সবচেয়ে পছন্দের হিন্দি গান কোনটা জানেন?

সোলো অ্যালবামে আজ আর মশগুল নয় গানপোকারা। আজকের প্রায় সব প্রজন্মের পছন্দ বলিউডের ফিল্মি মিউজিক। সঙ্গে যে আবার ভিডিওটাও টুক করে দেখে নেওয়া যায় ইউটিউবে। তবে কোনও পুরনো গান নিয়ে মাথাব্যথা নেই নেটিজেনদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ১২:১২
Share:

সোলো অ্যালবামে আজ আর মশগুল নয় গানপোকারা। আজকের প্রায় সব প্রজন্মের পছন্দ বলিউডের ফিল্মি মিউজিক। সঙ্গে যে আবার ভিডিওটাও টুক করে দেখে নেওয়া যায় ইউটিউবে। তবে কোনও পুরনো গান নিয়ে মাথাব্যথা নেই নেটিজেনদের। এক্কেবারে সম্প্রতি এক ছবির গানেই মজে সক্কলে। বারে বারে ঘুরে ফিরে একটাই গানে। গেস করুন তো কী সেই গান, আর কোন ছবিরই বা গান?-

Advertisement

ক্লু’য়ের মাধ্যমে ধীরে ধীরে তরী বেয়ে নিয়ে যাওয়া যাক। ছবিটির শ্যুটিং হয়েছে প্যারিসে। ছবিতে যিনি নায়িকা, এটিই তাঁর প্রথম ছবি। আর নায়ক আজকেরই, তবে বেশ কয়েকটা ছবি করে ফেলেছেন। বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাই তো? এরকম তো অনেক ছবিরই শ্যুটিং প্যারিসে হয়েছে।

আরও পড়ুন:‘বাহুবলী’র মতো জব্বর ছবি তৈরি করতে চাই না

Advertisement

এরপরের ক্লু’তে আরেকটু স্পষ্ট করা যাক। ছবির পরিচালক কখনও সামনে আসেন না। এটি তাঁর লেটেস্ট ছবি। এবার আর বুঝতে অসুবিধা হবে না। হ্যাঁ আদিত্য চোপড়ার ‘বেফিকরে’ ছবির ‘ন্যসে সি চড় গয়ি’ গানটিই ইউটিউবে এখনও অবধি সর্বাধিক জনপ্রিয়। টুইটারে এই তথ্যটি শেয়ার করেছেন খোদ রণবীর সিংহ। বাণী কপূর এবং রণবীর সিংহ অভিনীত এই ছবির গানের ইতিমধ্যই ২৩.৫ কোটি ভিউয়ার। গানটির সুর দিয়েছেন বিশাল ও শেখর। রিলিজের ২৪ ঘণ্টার মধ্যেই সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছিল এই গান। আর এখন হিন্দি গান হিসেবে ইউটিউবে এই গানের ঠাঁই একবারে শীর্ষে। যশ রাজ ফিল্মসের ভাইস প্রেসিডেন্ট আনন্দ গুরনানি বলছেন, “এই গানকে ঘিরে মানুষের উত্সাহ দেখে আমরা উচ্ছ্বসিত। গানটা এতটা জনপ্রিয় করার জন্য সকলকে ধন্যবাদ।”

তবে এখনও অবধি ২৮০ কোটি ভিউয়ার নিয়ে ইউটিউবে প্রথম স্থানে রয়েছে পি এস ওয়াইয়ের ‘গ্যাঙ্গনম স্টাইল।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement