boney kapoor

দাদা অর্জুন ও দুই সৎ বোন জাহ্নবী-খুশির সঙ্গে মধ্যরাতে জন্মদিন উদযাপন বনি-কন্যা অংশুলার

ভিডিয়োতে দেখা গিয়েছে সঞ্জয় কপূরের মেয়ে মাহিপকেও। ভিডিয়োতে সে ভাবে দেখা না গেলেও অনুষ্ঠানে হাজির ছিলেন সঞ্জয় কপূর নিজেও। অনুষ্ঠানের পরে বাড়ি ফেরার সময় তাঁদের ছবি ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১৪:২১
Share:

সন্তানদের সঙ্গে প্রযোজক বনি কপূর। ফাইল চিত্র।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অংশুলা কপূরের জন্মদিন উদযাপনের ছবি। রবিবার, ২৯ ডিসেম্বর জন্মদিন বনি কপূরের কন্যা অংশুলার। শনি ও রবির সন্ধিক্ষণে মধ্যরাতে সেলিব্রেশন জমে ওঠে অংশুলার বাড়িতে। অংশুলার দাদা অর্জুন কপূর ছাড়াও সেই আনন্দের শরিক ছিলেন বনি কপূর এবং অর্জুন-অংশুলার সৎ বোন জাহ্নবী ও খুশি। পরিবারের সঙ্গে সময় কাটাতে আমেরিকা থেকে সম্প্রতি দেশে ফিরেছেন খুশি।

Advertisement

তাঁদের জন্মদিন উদযাপনের ভিডিয়ো ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জাহ্নবী। সেখানে দেখা যাচ্ছে, বার্থ ডে গার্লকে কেক খাইয়ে দিচ্ছেন জাহ্নবী আর খুশি। ভিডিয়োতে দেখা গিয়েছে সঞ্জয় কপূরের মেয়ে মাহিপকেও। ভিডিয়োতে সে ভাবে দেখা না গেলেও অনুষ্ঠানে হাজির ছিলেন সঞ্জয় কপূর নিজেও। অনুষ্ঠানের পরে বাড়ি ফেরার সময় তাঁদের ছবি ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা।

অংশুলার জন্ম ১৯৯২ সালের ২৯ ডিসেম্বর। বাবা মায়ের ঘেরাটোপে সুখী নিশ্চিত পরিবার অবশ্য বেশি দিন পাননি তিনি। তাঁর যখন চার বছর বয়স, বাবা প্রযোজক বনি কপূর দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী শ্রীদেবীকে। মা, মোনার কাছে বড় হন অর্জুন ও অংশুলা। মায়ের স্নেহও বেশি দিন পাননি দুই ভাইবোন। ২০১২ সালে, অংশুলার দশ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান মোনা। তাঁর অভিভাবকের জায়গা অনেকটা জুড়ে আছেন দাদা, অর্জুন।

Advertisement

Cuties! ❤️ @anshulakapoor @janhvikapoor . . #anshulakapoor #janhvikapoor #arjunkapoor #bollywood

A post shared by The Kapoor Family ♥️🤗 (@kapoorsfamily) on

মুম্বইয়ের একোল মঁদিয়াল ওয়র্ল্ড স্কুল থেকে পাশ করেন অংশুলা। এরপর স্নাতক হন নিউ ইয়র্কের বার্নার্ড কলেজে। স্কুলজীবনে পরপর কয়েক বছর লাগাতার সেরা ছাত্রীর শিরোপা ছিল তাঁর। রসায়ন, ভূগোল এবং ইংরেজি সাহিত্য তাঁর প্রিয় বিষয়।

পড়াশোনার পরে চাকরি গুগ্‌লে। তবে সেই চাকরির পর্ব ছিল সংক্ষিপ্ত, মাত্র পাঁচ মাস। এরপর তিনি গুরুগ্রাম এবং মুম্বই, দু’টি শহরে বেশ কিছু চাকরি অল্প সময়ের জন্য করেন। কিছু দিনের জন্য চাকরি করেছেন হৃতিক রোশনের সংস্থাতেও।

Birthday Celebrations ❤️🥰 #BoneyKapoor, #AnshulaKapoor, #KhushiKapoor and #ShanayaKapoor ❤️ 🎥 by @janhvikapoor . #janhvikapoor #birthday #kapoors #famjam

A post shared by The Kapoor Family ♥️🤗 (@kapoorsfamily) on

মা মোনা এবং তাঁদের ফেলে শ্রীদেবীকে বিয়ে করায় বাবা বনি কপূরের উপর তীব্র অভিমান ছিল অর্জুন-অংশুলার। দীর্ঘ দিন অবধি দু’দিকে সম্পর্ক শীতল ছিল।

সম্পর্কের পরিবর্তন হয় শ্রীদেবীর মৃত্যুর পর। মাতৃহীন সৎ বোন জাহ্নবী ও খুশির পাশে দাঁড়ান অর্জুন ও অংশুলা। কিছুটা হলেও সহজ হয়েছে বাবার সঙ্গে সম্পর্ক।

এখন প্রায়ই অর্জুন-অংশুলা-জাহ্নবী-খুশিকে একসঙ্গে দেখা যায়। অংশুলার মতো ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকতে রাজি নন অর্জুন ও জাহ্নবী। জাহ্নবী এখন ব্যস্ত ‘দোস্তানা টু’-এর শুটিং-এ। পাশাপাশি, ‘রুহিআফজা’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘তখত’ ছবিও রয়েছে তাঁর আগামী ছবির তালিকায়। অর্জুনকে শেষবার দেখা গিয়েছে আশুতোষ গোয়ারিকরের ছবি ‘পানিপথ’-এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement