Aamir Khan confirmed dating

২৫ বছর ধরে পরিচিতি! অবশেষে প্রেমে সিলমোহর দিলেন আমির, কে এই বেঙ্গালুরু নিবাসিনী প্রেমিকা?

ইতিমধ্যেই আমিরের পরিবারের সঙ্গে দেখা হয়ে গিয়েছে গৌরীর। আমিরের পরিবার বিষয়টি নিয়ে খুব খুশি বলেও জানিয়েছেন। গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে খুশি আমির নিজেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৯:১৩
Share:

প্রেমে স্বীকৃতি দিলেন আমির খান। ছবি: সংগৃহীত।

প্রেম করছেন আমির খান। বহু দিন ধরেই এই নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছিল, বেঙ্গালুরু নিবাসিনী এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। নাম গৌরী স্প্র্যাট। অবশেষে নিজের ৬০তম জন্মদিনের আগেই সেই প্রেমেই সিলমোহর দিলেন আমির।

Advertisement

মুম্বইয়ে সংবাদমাধ্যমের সঙ্গে জন্মদিন পালন করেন আমির। তখনই কথায় কথায় গৌরীর সঙ্গে প্রেমে সিলমোহর দেন আমির। গত এক বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে গৌরীর সঙ্গে তাঁর দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। বর্তমানে আমিরের সংস্থাতেই কর্মরতা তাঁর নতুন প্রেমিকা। এ দিন আমির স্পষ্ট জানিয়ে দেন, গৌরী ও তিনি একত্রবাস করছেন।

ইতিমধ্যেই আমিরের পরিবারের সঙ্গে দেখা হয়ে গিয়েছে গৌরীর। সকলেই বিষয়টি নিয়ে খুব খুশি বলেও জানিয়েছেন। গৌরীর সঙ্গে সম্পর্কে খুশি আমির নিজেও। অভিনেতা নিজেই জানান, গৌরী তাঁর অভিনীত খুব কম ছবিই দেখেছেন। যে ক’টি দেখেছেন তার মধ্যে রয়েছে ‘দঙ্গল’ ও ‘লগান’। গৌরী নাকি আমিরকে ‘তারকা’ বলে মনেই করেন না। বলিউড নিয়ে তেমন অবগতও নন তিনি। ক্রমশ আমিরের সঙ্গে মিশে বলিউডে অভ্যস্ত হচ্ছেন তিনি। জানিয়েছেন আমির নিজেই।

Advertisement

আমির জানিয়েছেন, তাঁর প্রেমিকা অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ। গৌরীর দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সংবাদমাধ্যমের সামনে কেক কাটার সময় প্রেমিকাকে নিয়ে এমনই নানা তথ্য ভাগ করে নিয়েছেন আমির।

কেক কাটার ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও। তবে অনুরাগীদের চোখে পড়েছে একটি বিষয়। গত বছর জন্মদিনে কেক কাটার সময়ে পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও। নিজে হাতে কেক খাইয়ে দিয়েছিলেন তিনি। এ বার তাঁকে দেখা যায়নি। গৌরী আমিরের জীবনে এসে গিয়েছেন বলেই কি অনুপস্থিত কিরণ?

২০২১-এ কিরণের সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির। বিচ্ছেদ হলেও বন্ধুত্ব বজায় রেখেছেন আমির। আর এক প্রাক্তন স্ত্রী রিনা দত্তের সঙ্গেও সৌজন্য রেখেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement