Sunny Leone

Sunny Leone: বাংলাদেশের গায়িকা ঐশীর গানে নাচলেন সানি লিওন! ঝলকেই বাজিমাত ভিডিয়োর

ঐশীর গান ‘দুষ্টু পোলাপাইন’-এর ভিডিয়োতে অংশ নিয়েছেন সানি। বুধবার প্রথম ঝলকেই মাত করেছেন লাল পোশাকে লাস্যময়ী ‘আইটেম কুইন’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৯:৪৫
Share:

বাংলাদেশি গানে সানি

পরপর চমক বাংলাদেশের এক মিউজিক রেকর্ড সংস্থার। দিন দুই আগে তাদের একটি গানের ভিডিয়োতে অংশ নিয়েছেন বাংলাদেশের নায়ক নীরব এবং টলিউড নায়িকা মিমি চক্রবর্তী। তার প্রথম ঝলকেই শোরগোল। সংস্থার পরের গানের ভিডিয়োর ঝলক প্রকাশিত হ‌ওয়া মাত্র আবার হ‌ইচ‌ই! কারণ? তাতে নাচছেন খোদ সানি লিওন!

Advertisement

বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পীদের অন্যতম ঐশী। কৌশিক হোসেন তাপসের কথা ও সুরে ঐশীর গান ‘দুষ্টু পোলাপাইন’-এর ভিডিয়োতে অংশ নিয়েছেন সানি। বুধবার প্রথম ঝলকেই মাত করেছেন লাল পোশাকে লাস্যময়ী ‘আইটেম কুইন’। তাঁর নাচের জাদু ও ঐশীর কণ্ঠমাধুর্যে প্রোমো প্রকাশের কয়েক ঘণ্টাতেই ভিডিয়োর দর্শক সংখ্যা লাখ পার!

আপ্লুত গায়িকা ঐশী। বলেছেন, ‘‘এই ভিডিয়োয় কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। বিশেষত যখন আমার গানে পারফর্ম করেছেন সানি লিওনি! পুরো গানটি প্রকাশ পেলে অন্য রকম আলোড়ন তৈরি হবে।’’

Advertisement

জানা গিয়েছে, ‘দুষ্টু পোলাপাইন’ গানের শ্যুটিং হয়েছে মুম্বইয়ে। ভিডিয়োটি নির্মাণ করেছেন বিখ্যাত নৃত্য পরিচালক ও নির্মাতা আদিল শেখ। প্রযোজক ফারজানা মুন্নী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement