বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে বলিউড একটা। বছরে অগুনতি ফিল্ম রিলিজ, নায়ক-নায়িকাদের সম্পর্কের গসিপের মুচমুচে কাহিনি নিয়ে বলিউড সদাই সরগরম। কিন্তু এ সবের মধ্যেই আড়াল হয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য। যা বলিউডের অনেক বড় ফ্যানও জানেন না। তেমনই কিছু তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম’ ছবিটির সঙ্গেও জুড়ে আছে রেকর্ড। ১০ জন জাতীয় পুরস্কার জয়ী এক সঙ্গে কাজ করেছিলেন ‘দৃশ্যম’ ছবিটির জন্য।
‘শোলে’ ছবিতে গব্বরের চরিত্রের জন্য আমজাদ খান প্রথম পছন্দ ছিলেন না পরিচালক রমেশ সিপ্পির। চরিত্রটিতে প্রথমে অভিনয় করার কথা ছিল ড্যানির। কিন্তু ড্যানি সে সময়ে আফগানিস্তানে অন্য একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। আর তখনই ডাক আসে আমজাদ খানের।
জীবনের প্রথমে সুনীল দত্ত ছিলেন একজন রেডিয়ো জকি। প্রিয় অভিনেত্রী নার্গিসের সাক্ষাৎকারও নিতে চেয়েছিলেন সুনীল। কিন্তু নার্গিসের সামনে দাঁড়ালেই সব ওলটপালট হয়ে যেত সুনীল দত্তের। একটাও কথা বলতে পারতেন না। পরে সেই সাক্ষাৎকার বাতিল করে দেওয়া হয়।
‘হিরোইন’ ছবিটির জন্য ১৩০টিরও বেশি পোশাক পরতে হয়েছিল করিনা কপূরকে। সেরা ডিজাইনাররা তৈরি করেছিলেন সে সব পোশাক। আজ অবধি বলিউডে ‘হিরোইন’ ছবিতেই সব থেকে বেশি টাকা কেবল পোশাকের জন্যই খরচ করা হয়েছিল।
‘রকস্টার’ ছবিটি শেষ থেকে শুরু করা হয়েছিল। কারণ রণবীর কপূরের হেয়ার স্টাইল নিয়ে কোনও সমঝোতা করতে চাননি পরিচালক ইমতিয়াজ আলি। তাই ক্লাইম্যাক্স দৃশ্যটিই আগে শুট করা হয়েছিল।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম রয়েছে ‘কহো না প্যায়ার হ্যয়’ ছবিটির। কিন্তু কেন? কারণ, গুনে গুনে ৯২ টি পুরস্কার জিতেছিল এই ছবি। যদিও অভিনেতা এবং অভিনেত্রী দু’জনেরই এটি প্রথম ছবি ছিল।
বলিউড মানে এক সময়ে কপূর পরিবার ছাড়া আর কোনও নাম মাথায় আসত না। অভিনয় এই পরিবারের সদস্যদের রক্তে মিশে গিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম রয়েছে এই পরিবারের। ২৪ জন অভিনেতা এসেছেন এই পরিবার থেকে।
গান গেয়ে গিনেস বিশ্ব রেকর্ড করেছিলেন কুমার শানু। শানু এক দিনে ২৮ টা গান রেকর্ড করেছিলেন। আর তাতেই হয়েছে এই রেকর্ড।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেতে রাজের চরিত্রে শাহরুখ নয় টম ক্রজকে ভাবা হয়েছিল।
হৃতিক রোশনের আসল পদবী রোশন নয় নাগরাথ!
হিন্দি ছবির সবচেয়ে দীর্ঘ গান আব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়োঁ। গানটির দৈর্ঘ্য ২০ মিনিট।
আইফেল টাওয়ার এবং স্ট্যাচু অফ লিবার্টির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন কল্কি কোচলিনের পূর্বপুরুষ মরিস কোচলিন।