Swara Bhasker on Chhaava

‘ছাওয়া’র সঙ্গে মহাকুম্ভের পদপিষ্ট ঘটনার তুলনা করে বিতর্ক! নিজের হয়ে কী সাফাই দিলেন স্বরা?

স্বরা তাঁর পোস্টে হিন্দুদের উপর অত্যাচার প্রসঙ্গে ‘নাটকীয় ও কাল্পনিক’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। “মুসলিম পুরুষকে বিয়ে করার পর থেকে স্বরা এমন পক্ষপাতদুষ্ট হয়ে গিয়েছেন”, কটাক্ষ অভিনেত্রীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৯
Share:
Bollywood actress Swara Bahsker reacted to the ongoing controversy regarding her comment on Chhaava

‘ছাওয়া’ নিয়ে ফের স্বরা ভাস্করের মন্তব্য। ছবি: সংগৃহীত।

‘ছাওয়া’ ছবি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন স্বরা ভাস্কর। ছবি নিয়ে সমাজমাধ্যমে আলোচনা তুঙ্গে। মরাঠা রাজা সম্ভাজিকে নিয়ে তৈরি ছবি দেখে আবেগপ্রবণও হয়েছেন অনেকে। এই দেখেই আপত্তি জানান স্বরা। তাঁর মতে, ৫০০ বছর আগে সম্ভাজি ও হিন্দুদের উপর হওয়া অত্যাচার নিয়ে মানুষ ক্ষোভপ্রকাশ করতে ব্যস্ত। কিন্তু বর্তমানে হয়ে যাওয়া পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে সকলেই নীরব।

Advertisement

স্বরা তাঁর পোস্টে হিন্দুদের উপর অত্যাচার প্রসঙ্গে ‘নাটকীয় ও কাল্পনিক’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। এই দুই শব্দ নিয়েই বিতর্কের সূত্রপাত। নিন্দকেরা এ-ও বলেন, “মুসলিম পুরুষকে বিয়ে করার পর থেকে স্বরা এমন পক্ষপাতদুষ্ট হয়ে গিয়েছেন।” এই বিতর্ক নিয়ে মুখ খুললেন স্বরা।

স্বপক্ষে যুক্তি দিয়ে স্বরা লেখেন, “আমার মন্তব্য ঘিরে বহু বিতর্ক ঘনিয়েছে। বড় ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। আমি অবশ্যই ছত্রপতি শিবাজি মহারাজ ও তাঁর সাহসী উত্তরাধিকারীদের এবং তাঁদের সকলের অবদানকে শ্রদ্ধা করি। এই নিয়ে আমার কোনও সন্দেহ নেই। আমি একটা কথাই বলতে চেয়েছি। আমাদের ইতিহাসকে গৌরবান্বিত করা ভাল বিষয়। কিন্তু দয়া করে বর্তমানের ব্যর্থতা ও গলদ ধামাচাপা দিতে অতীতের মাহাত্ম্যের অপব্যবহার করবেন না।”

Advertisement

নিজের মন্তব্যের প্রসঙ্গে স্বরা বলেন, “আমার আগের মন্তব্য যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকে, তার জন্য আমি অনুতপ্ত। অন্য ভারতীয়দের মতো আমিও আমাদের ইতিহাস নিয়ে গর্বিত। আমাদের ইতিহাসের তো আমাদের সকলকে বেঁধে রাখার কথা।”

১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘ছাওয়া’। সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। সম্ভাজির স্ত্রী, অর্থাৎ যেশুবাইয়ের চরিত্রে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement