কিয়ারা চান কন্যা হোক করিনার মতো। ছবি: সংগৃহীত।
কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রের কোলে আসতে চলেছে প্রথম সন্তান। সমাজমাধ্যমে নিজেরাই সুখবর দিয়েছেন। কিন্তু অভিনেত্রী চান না, সন্তান তাঁর বা সিদ্ধার্থের মতো হোক। বলিউডের অন্য এক তারকার গুণাবলী নিজের সন্তানের মধ্যে থাকুক— এমনই চান কিয়ারা। সেই তারকা হলেন করিনা কপূর খান। কিয়ারা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে যেন সে করিনার মতো হয়।
কিয়ারা ও সিদ্ধার্থের ভাগ করে নেওয়া পোস্টে দেখা যায়, হবু বাবা-মায়ের দুই জোড়া হাতের উপর রাখা একজোড়া ছোট্ট মোজা। তার সঙ্গে ক্যাপশনে তাঁরা লেখেন, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।’’ এই পোস্টে কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন নেহা ধুপিয়া থেকে করিনা কপূর অনেকেই। এর মধ্যেই সন্তান প্রসঙ্গে কিয়ারার পুরনো এক মন্তব্য সমাজমাধ্যমে ছ়ড়িয়ে পড়েছে।
সেখানে কিয়ারাকে প্রশ্ন করা হয়, যমজ সন্তান হলে একটি কন্যা ও একটি পুত্র নাকি, একই লিঙ্গের সন্তান চান? সেই প্রশ্নের উত্তরে প্রথমে কিয়ারা জানান, যমজ সন্তান হলে দু’টি সুস্থ শিশু আশা করেন তিনি। সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন করিনাও। উত্তর শুনে করিনা খোঁচা দেন কিয়ারাকে। করিনার মতে, এই উত্তরটা আসলে সৌন্দর্য প্রতিযোগিতার প্রতিযোগীদের মতো শোনালো। তখন কিয়ারা জানান, তিনি একটি কন্যা ও একটি পুত্র চান।
এর পরেই কিয়ারা জানান, কন্যা সন্তান হলে তার মধ্যে করিনার বিশেষ কিছু গুণ দেখতে চান তিনি। কিয়ারা বলেছিলেন, “ওঁর (করিনা) আত্মবিশ্বাস, ওঁর অভিব্যক্তি, ওর ব্যক্তিত্ব— সব গুণই আমার কন্যার মধ্যে চাইব। করিনা সব দিক থেকে দারুন।” ‘গুড নিউজ়’ ছবির শুটিং-এর সময়ে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন কিয়ারা।