Kangana Ranaut on Javed Akhtar

পরস্পরের মধ্যে বাগ্‌যুদ্ধ লেগেই থাকে! হঠাৎ বিবাদ মিটিয়ে কেন একত্রে কঙ্গনা ও জাভেদ?

শুধুই সমাজমাধ্যমে বাগ্‌যুদ্ধ নয়, দু’জনের মধ্যে আইনি সমস্যাও ছিল। সেই সমস্যাও নাকি মিটিয়ে নিয়েছেন যৌথ ভাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬
Share:
Bollywood actress Kangana Ranaut and Javed Akhtar mutually end their legal dispute and share photo together

সমস্যা মিটিয়ে নিলেন কঙ্গনা ও জাভেদ আখতার। ছবি: সংগৃহীত।

কঙ্গনা রনৌত ও জাভেদ আখতারের সমীকরণ সকলেরই জানা। বিভিন্ন বিষয়ে তাঁদের তর্ক বার বার চর্চায় উঠে এসেছে। কখনওই মধুর সম্পর্ক ছিল না দুই তারকার মধ্যে। রাজনৈতিক মতাদর্শেও দু’জনে বিপরীতমুখী। কিন্তু এ বার ছন্দপতন নয়। একই ছবিতে ধরা দিলেন কঙ্গনা ও জাভেদ। সেই ছবি আবার নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিলেন অভিনেত্রী-সাংসদ।

Advertisement

শুধুই সমাজমাধ্যমে বাগ্‌যুদ্ধ নয়, দু’জনের মধ্যে আইনি সমস্যাও রয়েছে। সেই সমস্যাও নাকি মিটিয়ে নিয়েছেন যৌথ ভাবে। সমাজমাধ্যমের সেই ছবিতে কঙ্গনা ও জাভেদ দু’জনের মুখেই হাসি। কঙ্গনা সেই ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, “জাভেদজি ও আমি মধ্যস্থতার মাধ্যমে নিজেদের আইনি সমস্যা মিটিয়ে নিয়েছি। জাভেদজি সত্যিই বিনয়ের সঙ্গে সহযোগিতা করেছেন। এমনকি আমার পরিচালিত পরের ছবির জন্য গান লিখতেও রাজি হয়েছেন তিনি।”

শুক্রবার সকালে মুম্বই আদালতের সামনে দেখা গিয়েছিল কঙ্গনাকে। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতার। এই সমস্যার সূত্রপাত ২০১৬ সালে। খবরের শিরোনামে বার বার উঠে আসছিলেন হৃতিক রোশন ও কঙ্গনা। সেই সময় পরিস্থিতি সামাল দিতে নিজের বাড়িতেই কঙ্গনা ও হৃতিকের মুখোমুখি কথা বলার ব্যবস্থা করেছিলেন জাভেদ। রোশন পরিবারের ঘনিষ্ঠ হওয়ার কারণেই উদ্যোগী হন গীতিকার। হৃতিকের কাছে কঙ্গনাকে ক্ষমা চাইতে বলেছিলেন জাভেদ আখতার।

Advertisement

এই ঘটনার কথা ২০২০ সালে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কঙ্গনা। অভিনেত্রীর মন্তব্যে আপত্তি জানিয়েছিলেন জাভেদ আখতার। কঙ্গনার মন্তব্যের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ। তার পর থেকে দু’জনের মধ্যে আইনি লড়াই জারি ছিল। ২০২৪-এর ডিসেম্বরে মধ্যস্থতায় রাজি হন দু’জনেই। অবশেষে সেই আইনি লড়াইয়ে ইতি টানলেন কঙ্গনা ও জাভেদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement