Deepika Padukone on remuneration

সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েও শান্তি নেই! দীপিকা বললেন, ‘এই বিষয়ে কেউ কথাই বলবে না’

সবচেয়ে বেশি পারিশ্রমিকের অধিকারী হলেও, তা বড় করে তুলে ধরার প্রয়োজন নেই বলেই মনে করেন দীপিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৭:১১
Share:
সবচেয়ে বেশি পারিশ্রমিকের অধিকারী হলেও, তা বড় করে তুলে ধরার প্রয়োজন নেই বলেই মনে করেন দীপিকা।

পারিশ্রমিক নিয়ে মুখ খোলেন দীপিকা। ছবি: সংগৃহীত।

২০০৭ সাল থেকে দীপিকা পাডুকোন শুরু করেছিলেন অভিনয়ের সফর। তার পর থেকে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে পেরিয়েছেন পথ। বেশ কিছু সফল ছবি রয়েছে তাঁর হাতে। বলিউডেই শুধু নয়। দক্ষিণী চলচ্চিত্র জগৎ ও হলিউডেও নিজের পরিচিতি তৈরি করেছেন। বর্তমানে তিনি ভারতের অন্যতম সেরা অভিনেত্রী। পারিশ্রমিকের দিক থেকেও অভিনেত্রীদের মধ্যে তিনিই শীর্ষে। এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল দীপিকাকে।

Advertisement

সবচেয়ে বেশি পারিশ্রমিকের অধিকারী হলেও, তা বড় করে তুলে ধরার প্রয়োজন নেই বলেই মনে করেন দীপিকা। তাঁর ধারণা, আর কয়েক বছর পরে এই বিষয়কে এত গুরুত্বই দেওয়া হবে না। অভিনেত্রী বলেছেন, “আমি আশা করছি, আমরা এমন একটা সময়ে পৌঁছব, যখন আর আমাদের এই নিয়ে কথাই বলতে হবে না।” দীপিকা বলতে চেয়েছেন, এমন একটা সময়ের তিনি আশা করছেন যখন মহিলাদের পারিশ্রমিক আর আলোচ্য বিষয় হবে না। কারণ একটা সময়ে নায়ক ও নায়িকার পারিশ্রমিকে বিস্তর ফারাক থাকত। কিন্তু সেই ছক তিনি নিজেই ভেঙে ফেলেছেন। তাই আজ তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন।

তবে কখনওই ইঁদুর দৌড়ে বিশ্বাসী নন বলে জানান দীপিকা। প্রথম থেকেই লক্ষ্য ছিল ভাল কাজ করার। কিন্তু তার সঙ্গে যাতে মানসিক শান্তি বজায় থাকে, সেই দিকে বরাবর নজর দিয়েছিলেন তিনি। নিজেদের অনুরাগীদের মধ্যে ইতিবাচক ছাপ ফেলতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী। দীপিকা বর্তমানে কন্যা দুয়া পাড়ুকোনের সঙ্গে ব্যস্ত। ফের কবে কাজে ফিরবেন, তা এখনও জানাননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement