(বাঁ দিকে) রাজেশ খন্না। অঞ্জু মহেন্দ্র (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
বলিউডের প্রথম সুপারস্টার ছিলেন রাজেশ খন্না। বিভিন্ন সময়ে অভিনেতার সঙ্গে একাধিক নায়িকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রের সঙ্গে রাজেশের ‘সম্পর্ক’ নিয়ে আজও ইন্ডাস্ট্রিতে চর্চা চলে। সম্প্রতি রাজেশ খন্নার জীবনী গ্রন্থে এই প্রসঙ্গে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে।
রাজেশ-অঞ্জু প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন। কিন্তু তাঁদের সম্পর্ক পরিণতি পায়নি। ১৯৭৩ সালে ডিম্পল কপাডিয়াকে বিয়ে করেন রাজেশ। ইয়াসির উসমানের লেখা ‘রাজেশ খন্না: দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াজ় ফার্স্ট সুপারস্টার’ বইয়ে অঞ্জুর পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ রয়েছে। সেখানে তিনি যে রাজেশকে ভালবাসতেন, সে কথা স্বীকার করে নিয়েছিলেন অঞ্জু।
অভিনেত্রী বলেন, ‘‘ও চাইত, বাকিদের মতো আমিও ওকে সব সময় গুরুত্ব দিই।’’ এরই সঙ্গে অঞ্জু বলেছিলেন, ‘‘আমি ওকে এক জন মানুষ হিসেবেই ভালবেসেছিলাম। সুপারস্টার হিসাবে নয়।’’
রাজেশের কথা ভেবেই যে তাঁকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সে কথাও স্পষ্ট করেন অঞ্জু। তিনি বলেন, ‘‘ওঁকে খুশি করার জন্য যতটা পেরেছিলাম, নিজেকে বদলেছিলাম। আমাকে উনি মডেলিং ছাড়তে বলেছিলেন। তখন আমার পারিশ্রমিক খুব বেশি। কিন্তু তা-ও আমি ছেড়ে দিই।’’
যুগলের বিচ্ছেদ হওয়া সত্ত্বেও রাজেশের জীবনসায়াহ্নে অঞ্জু কিন্তু সুপারস্টারের জীবনে ফিরে আসেন। বিষয়টি প্রকাশ্যে আনেন পরিচালক মহেশ ভট্ট। ২০১২ সালে রাজেশ খন্না প্রয়াত হন। তার পর মহেশ বলেন, ‘‘খবরটা জেনে সবার আগে আমার অঞ্জুর কথা মনে হয়। কারণ মনে হয়েছিল এই মৃত্যু ওর দুঃখের কারণ হয়ে উঠবে।’’
মহেশ জানান, অঞ্জুর সঙ্গে যোগাযোগ করার পর তিনি জানতে পারেন যে রাজেশের সঙ্গে অভিনেত্রীর খুব ভাল যোগাযোগ ছিল। মহেশের কথায়, ‘‘অঞ্জু ওঁর শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখত। এমনকি প্রয়োজনে ওঁকে নিয়ে হাসপাতালেও গিয়েছে।’’ মহেশ জানান, রাজেশ খন্না শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় অঞ্জু নাকি তাঁর পাশেই ছিলেন।