Ananya Panday

‘মনে হয়েছিল, আমার সঙ্গে খারাপ কিছু ঘটে গিয়েছে’, প্রথম ঋতুস্রাব নিয়ে মুখ খুললেন অনন্যা

অনন্যা জানান, সেই সময়ে তাঁর পরিবারে ঋতুস্রাব নিয়ে তেমন খোলাখুলি কথা হত না। স্কুলের বন্ধুরাও ঋতুস্রাবের কথা গোপন রাখত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৫
Share:

প্রথম ঋতুস্রাবের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন অনন্যা। ছবি: সংগৃহীত।

বলিউডে পা রাখা ইস্তক ধেয়ে এসেছে কটাক্ষ। কখনও তারকা সন্তান তকমা থাকায় পড়তে হয়েছে সমালোচনার মুখে। কখনও নিন্দকেরা প্রশ্ন তুলেছেন অভিনয় দক্ষতা নিয়ে। তবে ক্রমশ বি-টাউনে নিজের জায়গা শক্ত করছেন অনন্যা পাণ্ডে। অযাচিত কটাক্ষ হোক বা নিজের সফর, সব কিছু নিয়েই অকপট অভিনেত্রী। এ বার নিজের প্রথম ঋতুস্রাবের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অনন্যা।

Advertisement

অভিনেত্রী জানান, সেই সময় তাঁর পরিবারে ঋতুস্রাব নিয়ে তেমন খোলাখুলি কথা হত না। স্কুলের বন্ধুরাও ঋতুস্রাবের কথা গোপন রাখত। অভিনেত্রীর কথায়, “সে দিন স্কুলে থাকাকালীনই আমার প্রথম ঋতুস্রাব হয়েছিল। আমি বুঝতে পারিনি প্রথমটায়, আমার সঙ্গে ঠিক কী হচ্ছে। কারণ এই নিয়ে আমাকে কেউ কোনও দিন কিছুই বোঝায়নি। বাড়ি ফেরার পরে খুব ভয় করছিল আমার। মনে হয়েছিল, আমার সঙ্গে খারাপ কিছু ঘটে গিয়েছে অথবা আমিই নিজেকে কোনও ভাবে আঘাত করে ফেলেছি। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, কী হচ্ছে আমার সঙ্গে।”

বাড়ি ফেরার পরে মা ও দিদা অনন্যার সঙ্গে কথা বলেন। অভিনেত্রী বলেন, “আমার মা ও দিদা আমার সঙ্গে কথা বললেন। বোঝালেন, এই মুহূর্ত উদ্যাপন করার। ওঁরা আমাকে প্রচুর উপহার দিলেন।”

Advertisement

অনন্যা জানান, প্রত্যেক পরিবারেই মেয়েদের একটা নির্দিষ্ট বয়সে এই ঋতুস্রাবের বিষয়ে বুঝিয়ে দেওয়া উচিত। ঋতুস্রাব নিয়ে যত রকমের ছুতমার্গ রয়েছে সেগুলো দূর করা উচিত। অনন্যাকে শেষ দেখা গিয়েছে ‘কল মি বে’ ওয়েব সিরিজ় ও ‘কন্ট্রোল’ ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement