Govinda-Sunita Ahuja divorce speculation

‘সপাটে জবাব দাও’, গোবিন্দের সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই স্ত্রী সুনীতার মন্তব্য চর্চায়

অতীতে সব সহ্য করলেও, এখন প্রতিবাদে বিশ্বাসী সুনীতা। এখন পুরুষদের সঠিক জবাব দেওয়ায় বিশ্বাসী তিনি। কটাক্ষের তীর কি গোবিন্দের দিকে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৩
Share:
Bollywood actor Govinda’s wife Sunita Ahuja says that women are upper nowadays than men

বিচ্ছেদের জল্পনার মাঝেই সুনীতার মন্তব্য নিয়ে চর্চা। ছবি: সংগৃহীত।

বিচ্ছেদের জল্পনা গোবিন্দ ও সুনীতা আহুজার। ৩৭ বছরের দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন তাঁরা। অনেক দিন ধরেই জল্পনা চলছিল তাঁদের বিচ্ছেদ নিয়ে। মঙ্গলবার বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, অল্পবয়সি এক মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। বিবাহ-বহির্ভূত সম্পর্কই তাঁদের বিচ্ছেদের অন্যতম কারণ বলে জানা গিয়েছে। যদিও, অভিনেতার দীর্ঘ দিনের সহকারী শশী সিংহ জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই দম্পতির সম্পর্কে ওঠাপড়া চলছে। কিন্তু এক সময় গোবিন্দ নাকি নিজেই জানিয়েছিলেন, তাঁর দ্বিতীয় বিয়ের জন্য সুনীতার প্রস্তুত থাকা উচিত। সুনীতা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, গোবিন্দ তাঁকে সম্পর্কে সময় দেননি। অতীতে সব সহ্য করলেও, এখন প্রতিবাদে বিশ্বাসী তিনি।

Advertisement

এক সময় গোবিন্দ জানিয়েছিলেন, তাঁর জন্মকোষ্ঠি অনুযায়ী দুটি বিয়ের যোগ রয়েছে। ১৯৯০ সালে সেই সাক্ষাৎকারে নিজের সম্পর্কে নানা মন্তব্য করেছিলেন তিনি। তার মধ্যেই উঠে এসেছিল দ্বিতীয় বিয়ে নিয়ে এই মন্তব্য। যদিও এখন পুরুষদের সঠিক জবাব দেওয়ায় বিশ্বাসী সুনীতা। পুরুষদের থেকে নারীরা এগিয়ে রয়েছেন বলেও মনে করেন তিনি।

সুনীতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি এমন মহিলা নই যাকে কোনও পুরুষ হাজারটা কথা শুনিয়ে যাবে। তার পরেও বসে বসে শুনব। আজকাল মহিলা ও পুরুষ সমান। বরং মহিলারা পুরুষদের চেয়ে অনেক এগিয়ে। আমি যা বলি সব সত্যি। মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। নিজের জায়গায় আপনি ঠিক থাকলে, নিজের হয়ে লড়তে হবে। বোকা হয়ে থাকলে হবে না। আর ভুলটা তোমার না হলে ভয় পাওয়ার তো কিছু নেই। তাই কেউ কিছু বললে সপাটে জবাব দাও।”

Advertisement

উল্লখ্য, গোবিন্দ বলেছিলেন, “হতেই পারে, আগামী দিনে ফের কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারি। আবার হয়তো সেই মেয়েটিকে বিয়েও করতে পারি। এই সব কিছুর জন্য সুনীতার প্রস্তুত থাকা উচিত। তার পরেই আমি স্বাধীন অনুভব করতে পারব। আমার কোষ্ঠিতেও দ্বিতীয় বিয়ের যোগ রয়েছে।” সেই সাক্ষাৎকারেই গোবিন্দ জানিয়েছিলেন, তিনি নীলম কোঠারির প্রেমে পড়েছিলেন। কিন্তু তত দিনে সুনীতাকে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিলেন গোবিন্দ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement