Amitabh Bachchan

অযোধ্যায় ফের কেন নতুন জমি কিনলেন অমিতাভ? অভিনেতার অবসর ঘিরে জল্পনা অব্যাহত

গেম শো থেকে অবসর। ভুলে যাচ্ছেন সংলাপ। এ বার অযোধ্যায় বড় আকারের জমি কিনলেন অমিতাভ বচ্চন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৬:৫৮
Share:

অমিতাভ বচ্চন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বয়সের সঙ্গে আসে অবসর। আর এই মুহূর্তে মঙ্গলবারে জানা গিয়েছিল দীর্ঘ ২৫ বছর পর ‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে অবসরের পরিকল্পনা করেছেন অমিতাভ বচ্চন। নির্মাতারা আগামী সিজ়নের জন্য নতুন সঞ্চালকের সন্ধানে রয়েছেন। তার মধ্যেই খবর, প্রয়াগরাগের অযোধ্যায় বড় জমি কিনেছেন বিগ বি। খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে অভিনেতার অবসর ঘিরে জল্পনা জোরালো হয়েছে।

Advertisement

অযোধ্যার স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রাম মন্দির থেকে ১০ কিলোমিটার দূরে একটি জমি কিনেছেন অমিতাভ। কেনা হয়েছে অভিনেতার বাবা হরিবংশ রাই বচ্চনের নামাঙ্কিত ট্রাস্টের নামে। জমিটির পরিমাপ ৫৪ হাজার ৪৫৪ বর্গফুট। এখন প্রশ্ন, এই বিপুল পরিমাণ জমি কেন কেনা হল? অযোধ্যার স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘জমি কেনা হয়েছে, সেটুকু বলতে পারি। কিন্তু জমিতে নির্মীয়মাণ বাড়িটির নক্সা সংক্রান্ত নথি চূড়ান্ত হলে তার পর বলতে পারব, ওখানে কী করা হবে।’’

এর আগে জানুয়ারি মাসে প্রথম অযোধ্যায় জমি কেনেন অমিতাভ। সূত্রের খবর, তার জন্য অভিনেতা খরচ করেছিলেন প্রায় ৪ কোটি ৫৪ লক্ষ টাকা। এ বারে আরও বড় জমি কেনার সঙ্গে সঙ্গেই জল্পনা জোরালো হয়েছে। কারণ সম্প্রতি অভিনেতা তাঁর ব্লগে জানিয়েছিলেন, বয়সের সঙ্গে তিনি আর আগের মতো সংলাপ মনে রাখতে পারছেন না। ভুলে যাচ্ছেন অনেক কিছুই। সমাজমাধ্যমে প্রশ্ন উঠেছে, অমিতাভ কি তা হলে অবসরের পরিকল্পনা করে ফেলেছেন? অযোধ্যাতেই কি অভিনেতা ভবিষ্যতে সিংহভাগ সময় কাটাতে চাইছেন? বিগ বি অবশ্য নীরব।

Advertisement

তবে বিশ্বস্ত সূত্রে খবর, নতুন জমিতে বাবার নামে একটি স্মৃতিসৌধ তৈরি করতে পারেন অমিতাভ। অন্য দিকে আগে কেনা জমিতে তৈরি হতে পারে বচ্চন পরিবারের কোনও বাংলোবাড়ি। ২০১৩ সালে ‘হরিবংশ রাই মেমোরিয়াল স্ট্রাস্ট’ এর সূচনা করেন অমিতাভ। গত বছর ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবিতে দর্শক অমিতাভকে দেখেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement