Abhishek Bachchan

‘আমি ফের কবে বিয়ে করছি?’ বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে কী বলেছিলেন অভিষেক?

সাল ২০১৪। সেই বছরও খবর ছড়ায়, বিবাহবিচ্ছেদ হচ্ছে অভিষেক-ঐশ্বর্যার। কিন্তু সেই সময় নীরব থাকেননি অভিষেক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৩:৪৪
Share:

ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত।

এই প্রথম নয়। এর আগেও ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বৈবাহিক জীবন খবরের শিরোনামে উঠে এসেছে। গত কয়েক মাস ধরে জল্পনা, বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারকা দম্পতি। যদিও তাঁরা এই বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে এর আগেও একবার গুঞ্জন ছড়ায়, ঐশ্বর্যা-অভিষেক বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন।

Advertisement

সেটা ২০১৪ সাল। সেই বছরও খবর ছড়ায়, বিবাহবিচ্ছেদ হচ্ছে তাঁদের। সে বার কিন্তু নীরব ছিলেন না অভিষেক। সমস্ত জল্পনায় নিজেই জল ঢেলেছিলেন। টুইটারে একটি পোস্ট করে মুখ বন্ধ করেছিলেন অনেকের। অনুরাগীদের অনুরোধ করেছিলেন, কোনও ভাবেই তাঁরা যেন গুজবে কান না দেন।

অভিষেক খোঁচা দিয়ে টুইট করেছিলেন, “আচ্ছা বুঝলাম! আমার বিবাহবিচ্ছেদ হচ্ছে তার মানে। আমাকে বিষয়টা জানানোর জন্য ধন্যবাদ। আমি ফের কবে বিয়ে করছি, সেটাও দয়া করে জানাবেন আমাকে।” অভিষেকের এই পোস্টে বন্ধ হয়েছিল সমস্ত গুজব।

Advertisement

১০ বছর পর আবারও সেই একই গুঞ্জন বলিপাড়ায়। বিশেষ করে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এই জল্পনা আরও ঘনীভূত হয়। বিয়ের আসরে গোটা পরিবার নিয়ে প্রবেশ করেছিলেন অভিষেক। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন ঐশ্বর্যা ও আরাধ্যা। বেশ কিছু ক্ষণ পরে প্রবেশ করেন তাঁরা। এ দৃশ্য দেখেই নেটাগরিকের চক্ষু চড়কগাছ হয়। যদিও পরে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। প্রথমে শোনা যাচ্ছিল শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনার অভাবে সংসারে ভাঙন ধরেছে। তবে গত কয়েক দিনে নতুন গুঞ্জন ছড়িয়েছে। ‘দসভি’ ছবির শুটিং-এর সময় নাকি নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তার পরেই নাকি ঐশ্বর্যার সঙ্গে দূরত্ব তৈরি হয়। তবে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে বচ্চন পরিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement