Ranveer Allahbadia controversy

মৌখিক-হিংসা সমর্থন করি না, রণবীরের ‘সঙ্গম’ বিতর্কের মাঝে আমিরের মন্তব্য চর্চায়

রণবীরের দিকে ধেয়ে এসেছে একের পরে এক কটাক্ষ। এর মধ্যেই চর্চায় ‘রোস্টিং’ নিয়ে আমির খানের একটি মন্তব্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৯
Share:
Bollywood actor Aamir Khan’s comment on roasting is viral amid Ranveer Allahabadia’s controversy

রণবীরের বিতর্কের মাঝে চর্চায় আমিরের মন্তব্য। ছবি: সংগৃহীত।

বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন রণবীর ইলাহাবাদিয়া। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামে এক অনুষ্ঠানে তাঁর মন্তব্য নিয়ে শোরগোল চারদিকে। রণবীরের দিকে ধেয়ে এসেছে একের পরে এক কটাক্ষ। এর মধ্যেই চর্চায় ‘রোস্টিং’ নিয়ে আমির খানের একটি মন্তব্য।

Advertisement

এক অনুষ্ঠানে রণবীর সিংহ ও অর্জুন কপূরকে নিয়ে রোস্ট (ব্যঙ্গ) করেছিলেন কর্ণ জোহর ও কয়েক জন কৌতুকশিল্পী। বিতর্ক শুরু হয়েছিল সেই রোস্টিং পর্ব নিয়ে। অভিযোগও দায়ের হয়েছিল। এমনকি সেই পর্ব ইউটিউব থেকে সরিয়ে পর্যন্ত দেওয়া হয়। সেই সময় আমির জানিয়েছিলেন, তিনি বাক্‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌স্বাধীনতা সমর্থন করেন। কিন্তু কোনও ভাবেই হিংসাত্মক মন্তব্যকে প্রশয় দেন না।

আমির সেই সময় বলেছিলেন, “আমাকে কর্ণ ও অর্জুন বলেছিল, ‘রোস্টিং’-এর অংশ হিসাবে ওই অনুষ্ঠানে কী কী বলা হয়েছে। কিন্তু আমার সেই সব শুনে মনে হয়েছিল, হিংসা ছড়ানো হচ্ছে। আমি বাক্‌স্বাধীনতায় বিশ্বাস করি। আর হিংসা মানেই সব সময় সেটা শারীরিক হবে, তার কোনও মানে নেই। মানসিক ভাবে বা মৌখিক ভাবেও হিংসা ছড়ানো যায়। আপনি কাউকে অপমান করছেন মানে হিংসা ছড়াচ্ছেন।”

Advertisement

আমির বলেছিলেন, “আমাকে হাসাতে হলে, কাউকে অপমান না করে কিছু বলে হাসাও। আমি সেটা উপভোগ করব। অর্জুন বা কর্ণ, ওঁরা সকলেই সৃজনশীল মানুষ। মানুষের মধ্যে থেকে ভাল দিক খুঁজে বার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে।”

প্রসঙ্গত, সম্প্রতি কৌতুকশিল্পী সময় রায়নার ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এর অনুষ্ঠানে গিয়ে এক প্রতিযোগীকে রণবীর ইলাহাবাদিয়া বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। অশালীনতা প্রচার করার অভিযোগ উঠেছে রণবীর ও ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এর কৌতুকশিল্পী সময় রায়নার বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement