jahnvi Kapoor

Janhvi Kapoor: প্লাস্টিক সার্জারি করে কিম কার্দাশিয়ার মতো দেখতে হয়ে গেলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী?

যাঁরা ‘নকলনবিশী’ আখ্যা দিয়েছেন তাঁদের আরও বক্তব্য, নায়িকা নাকি আকর্ষণ বাড়াতে শরীরে প্লাস্টিক সার্জারিও করিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৫:১৫
Share:

জাহ্নবী কপূর

কাজল, অনন্যা পাণ্ডের পর সাজের কারণে কটাক্ষের শিকার জাহ্নবী কপূর। না, তিনি তেমন সাহসী পোশাকেও সাজেননি। তবু কেন কটাক্ষ তাঁকে নিয়ে? তিনি নাকি হলিউডের নায়িকার অন্ধ অনুকরণ করেছেন। কটাক্ষকারীদের দাবি এমনই।

সম্প্রতি বলিউডের একটি পুরস্কারপ্রদান অনুষ্ঠানে এসেছিলেন শ্রীদেবী-কন্যা। তখনই নির্মম ভাবে ট্রোলড হন তিনি। কেমন সেজেছেন শ্রী-এর বড় মেয়ে? কারেন্ট মভ রঙা হাতাকাটা সিক্যুইনের গাউন। যা ছাপিয়ে তাঁর বক্ষভাঁজ স্পষ্ট। চুল তুলে পনি। অলঙ্কারের বাহুল্য নেই। ন্যুড রূপটানে ঝলমলে তিনি। কটাক্ষকারীদের দাবি, হুবহু এই এক সাজেই নাকি হলিউডের লাল গালিচায় ধরা দিয়েছিলেন কিম। যাঁরা ‘নকলনবিশী’ আখ্যা দিয়েছেন তাঁদের আরও বক্তব্য, নায়িকা নাকি আকর্ষণ বাড়াতে শরীরে প্লাস্টিক সার্জারিও করিয়েছেন।

Advertisement

জাহ্নবী যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তাঁর ঝুলিতে এক মুঠো ছবি। তালিকায়, আনন্দ এল রাইয়ের 'গুড লাক জেরি', ‘দোস্তানা ২’, কর্ণ জোহরের পিরিয়ড ড্রামা 'তখত'। নায়িকা তাঁর আসন্ন ছবি 'মিলি'-র শ্যুটিংও নাকি শেষ করে ফেলেছেন। এই ছবিতে তিনি প্রথম বাবা বনি কপূরকে প্রযোজনায় সহযোগিতা করেছেন। এ ছাড়া, রাজকুমার রাওয়ের বিপরীতে ধর্মা প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-তেও দেখা যাবে তাঁকে। চলতি মাসের ৭ অক্টোবর মুক্তি পেতে পারে শরণ শর্মা পরিচালিত 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল'। পাশাপাশি, বরুণ ধাওয়ানের বিপরীতে জাহ্নবীকে দেখা যাবে নীতেশ তিওয়ারির নতুন ছবি 'বাওয়াল'-এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement