Bollywood

কিশোর কুমারের বায়োপিক না বানানোই ভাল, বললেন নাসিরুদ্দিন শাহ

ভারতীয় চলচ্চিত্রের জন্মলগ্ন থেকেই সঙ্গীত এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আর ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী সঙ্গীতশিল্পীদের মধ্যে কিশোর কুমার অন্যতম। কিন্তু কিংবদন্তী এই সঙ্গীতশিল্পীর বায়োপিক বানানোর ঘোর বিরোধী বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ১৬:৫৬
Share:

ভারতীয় চলচ্চিত্রের জন্মলগ্ন থেকেই সঙ্গীত এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আর ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী সঙ্গীতশিল্পীদের মধ্যে কিশোর কুমার অন্যতম। কিন্তু কিংবদন্তী এই সঙ্গীতশিল্পীর বায়োপিক বানানোর ঘোর বিরোধী বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। শুধু কিশোর কুমারই নন, তিনি মনে করেন, কিশোর কুমার, আর ডি বর্মন-এর মত কোনও কিংবদন্তী শিল্পীদের জীবন নিয়ে ছবি না হওয়াই ভাল।

Advertisement

তাহলে কি কিশোর, আর ডি বর্মনের জীবন বলিউডের ফিল্ম বানানোর মত তেমন ভাল বিষয় নয়! তা কিন্তু নয়। নিজের এই মতামতের ব্যাখ্যা দিতে গিয়ে নাসিরুদ্দিনের বলেন, আজকালকার পরিচালকেরা বাণিজ্যিক স্বার্থে ছবি নষ্ট করে ফেলেন। তাই তিনি চান না কিশোর কুমার, আর ডি বর্মনের মতো কিংবদন্তীদের নিয়ে কোনও সস্তা বিনোদনমূলক ছবি বানানো হোক।

ইদানিং বলিউডে বায়োপিকের বাজার বেশ ভাল। গতানুগতিক রোম্যান্টিক বা অ্যাকশন ফিল্মের পরিবর্তে বায়োপিকের প্রতি দর্শকদের বা বলিউডের প্রযোজক, পরিচালকদের উত্সাহ অনেকটাই বেড়েছে। ‘দ্য লেজেন্ড অব ভগৎ সিং’, ‘বোস দ্য ফরগটেন হিরো’, ‘ভাগ মিলখা ভাগ’ বা সম্প্রতি মুক্তি পাওয়া ‘রুস্তম’— সবকটি ছবিই বেশ ভাল আয় করেছে। কিন্তু তা সত্ত্বেও কিশোর কুমারের মতো শিল্পীদের জীবনী নিয়ে কোনও রকম পরীক্ষা-নিরীক্ষা না করার পক্ষেই সওয়াল করেন নাসিরুদ্দিন।

Advertisement

পরিচালক গুরু দত্তের বায়োপিক বানানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “না, এটা বানানো উচিত নয়। আমরা মিলখা সিং-এর উপর একটি ছবি বানিয়েছি ইতিমধ্যেই। আবার শুনেছি গুরু দত্ত-এর উপর একটা বানাচ্ছেন এঁরা। তবে না বানালেই ভাল হয়।” তিনি আরও যোগ করেন, “ওরা শুধু নাচ-গানের উপর ছবি বানালেই ঠিক আছে। এই ধরনের সিরিয়াস বিষয়ে হাত না দেওয়াই ভাল।”

আরও পড়ুন...
দিল্লিতে শ্লীলতাহানি রুখলেন বলিউড অভিনেত্রী তাপসী পন্নু

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement