Atal Bihari Vajpayee

মোদীর পরে এবার বাজপেয়ীর বায়োপিক!

প্রযোজক সংস্থা অমাস ফিল্মের কর্ণধার শিব শর্মা এবং জিসান শর্মা ইতিমধ্যেই বইটির সত্ত্ব কিনে নিয়েছেন বলে বিশেষ সূত্রে খবর। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলেবেলা, কলেজ জীবন এবং কীভাবে তিনি রাজনীতিতে যোগ দিলেন সে সব কিছুই দেখানো হবে ছবিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ১৪:৩৭
Share:

অটল বিহারী বাজপেয়ী।

কিছু দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক এসেছিল বড় পর্দায়। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বায়োপিক আসতে চলেছে বড় পর্দায়। জানা যাচ্ছে, লেখক উল্লেখ এনপি-র বই ‘দ্য আনটোল্ড বাজপেয়ী’-র উপর ভিত্তি করেই বানানো হবে ওই ছবি।

Advertisement

প্রযোজক সংস্থা অমাস ফিল্মের কর্ণধার শিব শর্মা এবং জিসান শর্মা ইতিমধ্যেই বইটির সত্ত্ব কিনে নিয়েছেন বলে বিশেষ সূত্রে খবর। প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলেবেলা, কলেজ জীবন এবং কীভাবে তিনি রাজনীতিতে যোগ দিলেন সে সব কিছুই দেখানো হবে ছবিতে।

শিব বলেন, “এই সিনেমাটি আমার জীবনের অন্যতম ভাল লাগার কাজ হতে চলেছে। আমার মনে হয় বাজপেয়ীর আসল চেহারাটা অনেকের কাছেই অজানা। যখন আমি নিজে বইটা পড়ছিলাম, অনেক না জানা তথ্য জানতে পেরেছি। আর সেই জন্যই আরও বেশি করেছবিটা বানাতে তাগিদ অনুভব করেছি।”

Advertisement

আরও পড়ুন- আমির খানের ছবি হাতছাড়া হয়ে মন খারাপ আলিয়ার!

আরও পড়ুন- ‘দ্য কার্গিল গার্ল’-এর ফার্স্টলুকে জাহ্নবী একেবারে অন্যরকম

নরেন্দ্র মোদীর বায়োপিকে তো নামভূমিকায় দেখা গিয়েছিল বিবেক ওবেরয়কে। এই ছবিতে কাকে দেখা যাবে? নতুন কোনও মুখ? প্রযোজকের কথায়: “স্ক্রিপ্ট লেখা শেষ হলেই আমরা কাস্টিং চূড়ান্ত করব। সিনেমার নাম প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, ‘দ্য আনটোল্ড বাজপেয়ী’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement