saroj khan

Saroj Khan: ‘মাস্টারজি’-র গল্প পর্দায়, সরোজ খানের মৃত্যুবার্ষিকীতে তাঁর জীবনীচিত্র তৈরির ঘোষণা টি সিরিজের

বহু তারকার সাফল্যের নেপথ্য কারিগর ছিলেন সরোজ খান। পেশাগত জীবনে ৩ হাজারেরও বেশি গানের কোরিওগ্রাফি করেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ১৯:২৭
Share:

সরোজ খান।

সরোজ খানের মৃত্যুর এক বছর পার হয়ে গেল। বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফারের মৃত্যুবার্ষিকীতে তাঁর জীবনীচিত্র তৈরির ঘোষণা করলেন ভূষণ কুমার। ছবিটির প্রযোজনা করবে তাঁর সংস্থা টি সিরিজ।

বহু তারকার সাফল্যের নেপথ্য কারিগর ছিলেন সরোজ খান। পেশাগত জীবনে ৩ হাজারেরও বেশি গানের কোরিওগ্রাফি করেছিলেন তিনি। ‘ডর’, ‘বাজিগর’, ‘ইয়ারানা’, ‘মোহরা’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘হম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’-এর মতো অসংখ্য ছবিতে নিজের সাফল্যের ছাপ রেখেছেন সরোজ। সরোজের হাত ধরেই ‘কোরিওগ্রাফার’ পেশার উত্তরণ ঘটেছিল বলিউডে। প্রথম সারির প্রায় সব তারকার ‘মাস্টারজি’-র সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে।

Advertisement

তাঁর বর্ণময় জীবনকেই এ বার পর্দায় নিয়ে আসার পরিকল্পনায় ভূষণ। বলিউডের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন এই খবর। তিনি জানিয়েছেন, ছবিতে কারা অভিনয় করবেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেই তালিকাও ঠিক করা হবে।

২০২০ সালে ৩ জুলাই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সরোজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। জাতীয় পুরস্কারজয়ী কোরিওগ্রাফারের প্রয়াণে ভেঙে পড়েছিল গোটা বলিউড থেকে অনুরাগী মহল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement