TRP Ratings

সব নজির ভেঙে দিচ্ছে ‘পরিণীতা’! ধারাবাহিকের টিআরপি তালিকার প্রথম পাঁচে চমক দিল কারা?

চলতি বছরের শুরু থেকেই প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকার শীর্ষে থেকেছে উদয়প্রতাপ সিংহ ও ঈশানী চট্টোপাধ্যায়ের ধারাবাহিক। এই সপ্তাহেও কোনও ব্যতিক্রম হল না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৪:০৬
Share:
Bengali serial Parineeta still holds the top position in the TRP list in the first week of April

এই সপ্তাহেও তালিকার শীর্ষে ‘পরিণীতা’। ছবি: সংগৃহীত।

টিআরপি তালিকার শীর্ষে এই সপ্তাহেও রইল ধারাবাহিক ‘পরিণীতা’। চলতি বছরের শুরু থেকে প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকার শীর্ষে থেকেছে উদয়প্রতাপ সিংহ ও ঈশানী চট্টোপাধ্যায়ের ধারাবাহিক। এই সপ্তাহেও কোনও ব্যতিক্রম হল না। ৭ নম্বর নিয়ে এই সপ্তাহেও সেরা ‘পরিণীতা’।

Advertisement

দ্বিতীয় স্থানেও তেমন হেরফের হয়নি। ৬.৯ নম্বর পেয়ে ধারাবাহিকার টিআরপি তালিকায় রয়েছে ‘ফুলকি’। যৌথ ভাবে একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এর পরেই অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। এই ধারাবাহিকও সাধারাণত প্রথম পাঁচের মধ্যেই থাকে। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬।

গত দুই সপ্তাহ ধরে নতুন ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ও চমকে দিয়েছে দর্শককে। এই সপ্তাহেও এই ধারাবাহিক রয়েছে চতুর্থ স্থানে। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। টিআরপি তালিকার পঞ্চম স্থানেও রয়েছে একটি নতুন ধারাবাহিক। ‘চিরদিনই তুমি যে আমার’ নামে এই ধারাবাহিকও চর্চার কেন্দ্রে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬। একই নম্বর পেয়ে পঞ্চম স্থানে যৌথ ভাবে রয়েছে ধারাবাহিক ‘কথা’।

Advertisement

ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। গত সপ্তাহে এই ধারাবাহিকে বেশ কিছু চমক দেখেছে দর্শক। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬। তার পরেই অর্থাৎ সপ্তম স্থানে একসঙ্গে রয়েছে তিনটি ধারাবাহিক— ‘গীতা এলএলবি’, ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘চিরসখা’। প্রথম দু’টি ধারাবাহিক সাধারণত টিআরপি তালিকার প্রথম পাঁচেই থাকত। তবে গত কয়েক সপ্তাহে এর নম্বর কমেছে।

অষ্টম স্থানে ৫ নম্বর পেয়ে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। নবম স্থানে ৪.৭ নম্বর পেয়ে রয়েছে ‘মিত্তির বাড়ি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement