Biplab Goswami on Aamir-Kiran

প্রিমিয়ারে আমির-কিরণ মঞ্চে ডেকে নিলেন, স্বপ্নপূরণের গল্প শোনালেন বাংলার ছেলে বিপ্লব

শুক্রবার মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত হিন্দি ছবি ‘লাপতা লেডিজ়’। ছবির মূল কাহিনিকার কলকাতার বাঙালি বিপ্লব গোস্বামী।

Advertisement

অভিনন্দন দত্ত

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৪ ১৪:২৫
Share:

(বাঁ দিকে) ‘লাপতা লেডিজ়’ ছবির প্রিমিয়ারে কিরণ রাওয়ের সঙ্গে বিপ্লব। আমির খানের বাড়িতে বিপ্লব (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

স্বপ্নের উড়ানই বটে। শুরুটা হয়েছিল ২০১৮ সালে একটি জাতীয় চিত্রনাট্য প্রতিযোগিতার হাত ধরে। ফলাফল— বিপ্লব গোস্বামীর লেখা চিত্রনাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে। আমির খান তাঁর চিত্রনাট্যের স্বত্ব কিনে নেন। সেই চিত্রনাট্য নিয়ে ছবি প্রযোজনা করার সিদ্ধান্ত নেন আমির। পরিচালক তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও। ‘লাপতা লেডিজ়’ শুক্রবার দেশে মুক্তি পেয়েছে। আনন্দবাজার অনলাইনের সামনে ছ’বছরের সফরকে ফিরে দেখলেন বিপ্লব।

Advertisement

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান থেকে কিরণ রাওয়ের পরিচালনায় ছবি। চট করে বিশ্বাস করা কঠিন। বিপ্লব বললেন, ‘‘চার হাজার চিত্রনাট্য। বিচারকদের মধ্যে আমির খান, রাজকুমার হিরানি, জুহি চতুর্বেদী, অঞ্জুম রাজাবল্লি। সত্যি বলছি, কল্পনাও করিনি।’’ বিনোদন এবং বক্স অফিস, দুইয়ের কথা মাথায় রেখেই ছবির চিত্রনাট্য লিখেছিলেন বিপ্লব। কমেডির মোড়কে পুরুষতান্ত্রিক রীতিনীতির বিরুদ্ধে বার্তাও রয়েছে ছবিতে। বছর দেড়েক আগে ছবির শুটিং শুরু হয়। শুরুতে ছবির নাম ছিল ‘টু ব্রাইডস্‌’। কিন্তু পরে আমির চেয়েছিলেন, যেন ছবির শিরোনামটি হিন্দিতে করা হয়। তাই সকলের মিলিত সিদ্ধান্তেই ছবির নাম রাখা হয় ‘লাপতা লেডিজ়’। বিপ্লবের মূল কাহিনি অবলম্বনে ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেশাই ও দিব্যানিধি শর্মা। কিন্তু পুরো প্রক্রিয়ার মধ্যেই ছিলেন বিপ্লব। কিরণ তাঁকে কতটা স্বাধীনতা দিয়েছেন? বিপ্লব হেসে বললে, ‘‘গল্পে যেটুকু পরিবর্তন করা হয়েছে, সেটা ছবির স্বার্থে। শুধু কিরণ নন, আমিরও কিন্তু আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।’’

‘ধোবি ঘাট’ মুক্তির ১৩ বছর পর এই ছবির হাত ধরে আবার পরিচালনায় ফিরলেন কিরণ। সেই ছবির চিত্রনাট্য কলকাতার ছেলের। কিরণ কলকাতায় একটা দীর্ঘ সময় কাটিয়েছেন। তাই ছবির প্রি প্রোডাকশন বা শুটিং ফ্লোরে তাঁর সঙ্গে বিপ্লবের কথাবার্তা হত বাংলায়। বিপ্লব বললেন, ‘‘শুরুতে ওঁর বাংলা বলা, বিশেষ করে উচ্চারণ শুনে আমি চমকে গিয়েছিলাম। মনে হচ্ছিল, যেন কোনও বাঙালির সঙ্গে কথা বলছি।’’ একই সঙ্গে আমির-কিরণ প্রসঙ্গে বিপ্লবের স্বীকারোক্তি, ‘‘মাত্র কয়েক বছরের আলাপ। কিন্তু ওঁদের ব্যবহারে আমি মুগ্ধ। মনে হয়, যেন বহু বছর ধরে আমাদের পরিচয়। ওঁরা প্রতিভার কদর করতে জানেন।’’

Advertisement

২৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের জুহুতে ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বিপ্লব। সলমন খান, সানি দেওল, কাজল থেকে শুরু করে কঙ্কনা সেন শর্মা— বলিউডের তাবড় তারকাদের ভিড়। প্রিমিয়ারের আগে স্বাভাবিক ভাবেই উপস্থিত দর্শককে ছবির সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির-কিরণ। কলকাতার ‘এসআরএফটিআই’-এর প্রাক্তনী বিপ্লব বললেন, ‘‘হঠাৎ ওঁরা আমাকে স্টেজে ডেকে নিলেন। আমি অবাক। আমির বললেন, ‘ছবির মূল ভাবনাটা আমরা এ বার বিপ্লবের থেকে শুনব।’ সত্যি বলছি, এই সম্মান চিরকাল আমার মনে থাকবে।’’

ভিড় একদমই পছন্দ নয় আমিরের। তাই ছবির প্রিমিয়ারের পর টিমের সদস্যদের নিজের বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। বিপ্লব বললেন, ‘‘একদম ঘরোয়া আড্ডা। সকলের সঙ্গে কথা বললেন। পুরো জার্নিটা নিয়ে সকলের মতামত শুনলেন। এগুলো খুবই অনুপ্রেরণা জোগায়।’’ ভবিষ্যতে সুযোগ পেলে আমির খানের সঙ্গে আবার কাজ করতে ইচ্ছুক বিপ্লব।

জন্ম আগরতলায়। কলেজ জীবনে কলকাতায় চলে আসা। হিন্দি ও বাংলা ছবির সম্পাদনা ও চিত্রনাট্য লেখায় আপাতত বুঁদ হয়ে রয়েছেন বিপ্লব। একাধিক হিন্দি ছবি ও তথ্যচিত্রের সম্পাদনা করেছেন। বাংলা ছবি পরিচালনার ইচ্ছাও রয়েছে তাঁর। বললেন, ‘‘তিনটে চিত্রনাট্য তৈরি রয়েছে। কথাবার্তাও চলছে। দেখা যাক, কী হয়।’’ আপাতত ছবির প্রচারে মুম্বইয়ে কিছু দিন কাটাবেন বিপ্লব। কিন্তু ‘লাপতা লেডিজ়’ নিয়ে বাংলার দর্শকের প্রতিক্রিয়া জানতেও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement