সন্দীপ রায়। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আরজি কর-কাণ্ডের জেরে সাধারণ মানুষের জীবনে অস্থিরতার ছাপ স্পষ্ট। তারকারাও নিয়মিত প্রতিবাদে শামিল হচ্ছেন। রবিবার বর্ষীয়ান পরিচালক সন্দীপ রায়ের জন্মদিন। কিন্তু বিশেষ দিনে মন ভাল নেই পরিচালকের।
আরজি কর-কাণ্ডের জেরে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল সন্দীপ। জন্মদিন কী ভাবে কাটছে তাঁর? পরিচালক বললেন, ‘‘বাড়িতেই রয়েছি। পরিচিতেরা ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু সত্যি বলছি, চারপাশে যা ঘটে চলছে, তাতে জন্মদিন পালনের কোনও তাগিদ অনুভব করিনি।’’ সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। দেশবাসীর মতো তিনিও শুনানির অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি, আরজি করের ঘটনায় দোষীরা যাতে দ্রুত শাস্তি পায়, সেই আশা তাঁর। সন্দীপ বললেন, ‘‘প্রত্যেকের মতো আমিও অপেক্ষা করছি। সোমবার সুপ্রিম কোর্টে কী হয়, দেখা যাক।’’
গত মে মাসে মুক্তি পেয়েছিল সন্দীপ পরিচালিত ফেলুদা-ছবি ‘নয়ন রহস্য’। নতুন ছবি নিয়ে কী পরিকল্পনা তাঁর? সম্প্রতি আরজি কর-কাণ্ডের জেরে একাধিক বাংলা ছবির মুক্তি যে পিছিয়েছে, তা সন্দীপ জানেন। বললেন, ‘‘ছবির অবস্থা তো এখন খুব ভাল নয়! দর্শকেরও এখন ছবি দেখার মতো মানসিকতা নেই। পুজোর পর হয়তো নতুন ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু করব।’’
‘হত্যাপুরী’র পর ‘নয়ন রহস্য’। পরের ছবিটিও কি সন্দীপ ফেলুদা কাহিনি অবলম্বনেই তৈরি করবেন, না কি কোনও শঙ্কু কাহিনি? পরিচালক জানালেন তাঁর পরিকল্পনার কথা। বললেন, ‘‘এ বার হয়তো আর ফেলুদা নয়। বাবার ছোটগল্পগুলো নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে।’’ পরিচালক জানালেন, সত্যজিৎ রায়ের তিন-চারটে ছোটগল্প নিয়ে একটি ছবি তৈরির ইচ্ছা রয়েছে তাঁর।