মলদ্বীপে সোহিনী গুহ রায়। ছবি: সংগৃহীত।
শুটিংয়ের ফাঁকে কয়েক দিনের ছুটি। তাই সময় নষ্ট না করে শহরের বাইরে, একান্ত যাপনে অভিনেত্রী সোহিনী গুহ রায়। এই মুহূর্তে তিনি রয়েছেন মলদ্বীপে। সেখান থেকেই ভ্রমণের বিভিন্ন ঝলক সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এই প্রথম মলদ্বীপে পা রাখলেন সোহিনী। তাই শুরু থেকেই উত্তেজিত ছিলেন। একা নয়, বন্ধুদের সঙ্গে পৌঁছে গিয়েছেন মলদ্বীপে। সেখান থেকে এক ফাঁকে আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল। অবশেষে সেটা বাস্তবায়িত হল। মুম্বই থেকে এখানে পৌঁছে তার পর সি-প্লেনে দ্বীপে পৌঁছতে হয়। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে।’’ মলদ্বীপের মানুষের আতিথেয়তায় মুগ্ধ সোহিনী। ছবি থেকেই স্পষ্ট, অভিনেত্রী রয়েছেন সমুদ্রের ধারে একটি বিলাসবহুল রিসর্টে। বললেন, ‘‘প্রচুর ছবি আর ভিডিয়ো তুলছি। স্থানীয় খাবারও খাওয়ার পরিকল্পনাও রয়েছে। ভাল সময় কাটছে।’’
মলদ্বীপ থেকে সোহিনী সমাজমাধ্যমে ছবি দিয়েছেন বিকিনিতে। বর্তমান সময়ে, পান থেকে চুন খসলেই তারকাদের নিয়ে শুরু হয় ট্রোলিং। তিনি কি ভয় পাচ্ছেন? সোহিনী বললেন, ‘‘জানি কটাক্ষ হতে পারে। এটা জীবনের অংশ। কিন্তু আমার ভাল লেগেছে তাই পোস্ট করেছি। আমার বিশ্বাস, আমাকে যাঁরা পছন্দ করেন, তাঁদেরও পছন্দ হবে।’’
এই মুহূর্তে ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকে সোহিনীকে দেখছেন দর্শক। আগামী সোমবার শহরে ফিরছেন অভিনেত্রী। মঙ্গলবার থেকে শুটিংয়ে যোগ দেবেন তিনি।