Rupsa Chatterjee

‘আমার সন্তান খুবই রাশভারী’, মা না কি বাবা, কার মতো হয়েছে ছোট্ট অগ্নিদেব? জানালেন রূপসা

সন্তানের নামকরণপর্ব সেরে ফেলেছেন রূপসা ও সায়নদীপ। পুত্রের নাম রাখা হয়েছে অগ্নিদেব। রূপসা জানান, অগ্নি নামটি তাঁর পছন্দের। পুরো শব্দ, অর্থাৎ ‘অগ্নিদেব’ নামটি পছন্দ করেছেন সায়নদীপ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:৪৫
Share:
Bengali actress Rupsha Chatterjee talked about her baby boy Agnidev

সায়নদীপের জন্মদিনে সন্তানকে নিয়ে কথা বললেন রূপসা চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

পুত্রের বয়স দেখতে দেখতে প্রায় দু’মাস। ছেলের জন্মের পর জীবন অনেকটাই বদলে গিয়েছে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। দিন-রাত কাটছে শুধুই সন্তানকে নিয়ে। তবে রবিবার রাত থেকেই অভিনেত্রীর সংসারে হইহই রব। নতুন বাবা সায়নদীপের জন্মদিন। নতুন জীবনের প্রথম জন্মদিন। মনে করছেন রূপসাও।

Advertisement

জন্মদিন সায়নদীপের হলেও, সব আলো খুদেকে কেন্দ্র করে। রূপসার কথায়, “রবিবার রাত থেকেই শুরু হয়েছে পার্টি, খাওয়াদাওয়া। জন্মদিনের উদ্‌যাপন কাল থেকেই শুরু হয়েছে। সবাই এসেছিল। তবে সবাই উচ্ছ্বসিত ছেলেকে নিয়ে।” জন্মদিনের হইহইয়ের মধ্যেও সন্তানের দিকেই নজর সায়নদীপের। তাকে কোলে নিয়েই পার্টি করছেন, জানান রূপসা।

ইতিমধ্যেই সন্তানের নামকরণপর্বও সেরে ফেলেছেন রূপসা ও সায়নদীপ। পুত্রের নাম রাখা হয়েছে অগ্নিদেব। রূপসা জানান, অগ্নি নামটি তাঁর পছন্দের। পুরো শব্দ, অর্থাৎ ‘অগ্নিদেব’ নামটি পছন্দ করেছেন সায়নদীপ। তবে এই নামের নেপথ্যে অন্য একটি কারণও রয়েছে। রূপসা বলেছেন, “অগ্নিদেব খুবই গম্ভীর ও রাশভারী। দেখলে বোঝা যায় এখন থেকেই সে ব্যক্তিত্বশালী। তাই ওর সঙ্গে এই নামটাই যাচ্ছে। যদিও আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম ‘অগ্নিদেব’ নামটা।”

Advertisement

এই রাশভারী স্বভাব কার থেকে পেয়েছে খুদে? প্রশ্ন করতেই রূপসা বলেন, “ওকে দেখতে হয়েছে আমার মতো। কিন্তু ওর স্বভাব, আচার-আচরণ সায়নদীপের মতোই।” হাসতে হাসতে অভিনেত্রী বলেন, “আমার মতো দেখতে একটা বাচ্চা সায়নদীপের মতো আচরণ করছে। বেশ মজা লাগছে দেখে।”

মাতৃত্বের প্রতিটি দিন থেকে নতুন করে কিছু শিখছেন রূপসা। কী ভাবে মা হয়ে ওঠা যায়, হাতেকলমেই সেই অভিজ্ঞতা হচ্ছে অভিনেত্রীর। তাঁর কথায়, “সারা ক্ষণই ওর সঙ্গে কাটছে। দিনের পুরো সময়টা ও আমার সঙ্গেই থাকছে। তবে রাতের ঘুমটা বাবার কোলেই হয় ওর। রাত হলেই ওর অদ্ভুত একটা বায়না শুরু হয়। তখন আর আমি ঘুমটা পাড়াতে পারি না।” তবু, কী ভাবে রূপসা সামলাচ্ছেন নিজের সন্তানকে? এ প্রশ্ন নাকি আত্মীয়স্বজন করছেন অভিনেত্রীকে। তাঁর জবাব, “আসলে, মেয়েরা সব কিছু শিখেই বোধহয় জন্মায়। এই স্বভাবগুলো মেয়েদের সহজাত বলেই মনে হয়। সব তো হয়ে যাচ্ছে। আলাদা করে শিখতে হয়েছে, এমন নয়।”

মা হয়ে ওঠার সফরে সবার আগে বাচ্চাকে বোঝা সবচেয়ে জরুরি বলে মনে করেন রূপসা। প্রতিটি বাচ্চা জন্মের পর থেকেই স্বভাবে ও আচার-আচরণে আলাদা হয়। খুদে অগ্নিদেবের সম্পর্কে রূপসা বলেন, “অনেকের মুখে নানা অভিজ্ঞতা শুনেছি। তবে আমার ছেলে একেবারে অন্য রকম। খুব কাঁদে না। আবার সবার সঙ্গে দ্রুত সখ্য হচ্ছে, তেমনও নয়। খুব অন্য রকমের বাচ্চা ও। নিজের মেজাজে থাকতে ভালবাসে ও।” গত ৩১ জানুয়ারি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন রূপসা ও সায়নদীপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement