Payel Sarkar birthday

‘নিজের কাছে কোনও প্রতিজ্ঞায় বিশ্বাস করি না’, জন্মদিনের সন্ধ্যায় বললেন পায়েল

১০ ফেব্রুয়ারি অভিনেত্রী পায়েল সরকারের জন্মদিন। বিশেষ দিনটি কী ভাবে কাটছে, আনন্দবাজার অনলাইনকে জানালেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫
Share:
Bengali actress Payel Sarkar shares her birthday plans dgtl

অভিনেত্রী পায়েল সরকার। ছবি: সংগৃহীত।

জন্মদিনের দিনটা সাধারণত কাছের মানুষদের সঙ্গেই কাটাতে পছন্দ করে মানুষ। সোমবার সারা দিন সে ভাবেই কাটছে অভিনেত্রী পায়েল সরকারের। কারণ ১০ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন।

Advertisement

রবিবার রাতেই জন্মদিনের উদ্যাপন শুরু হয়েছে। পরিবার এবং বন্ধুরা পায়েলের জন্য কেক নিয়ে হাজির। বিশেষ দিনটিতে শুটিং রাখেননি পায়েল। বললেন, ‘‘জন্মদিনের দিনটা সব সময় পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করি। তবে কাজ থাকলে তখন সেটা করতেই হয়।’’

সোমবার সকাল থেকেই অনুরাগীরা সমাজমাধ্যমে অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেন। বছরের এই বিশেষ দিনটায় অনুরাগীদের সঙ্গেও আলাদা করে সময় কাটাতে পছন্দ করেন তিনি। সেই মতো সন্ধ্যায় অনুরাগীদের একাংশের সঙ্গে দেখা করে কেক কাটবেন অভিনেত্রী। রাত্রে কাছের কয়েক জন বন্ধুকে নিয়ে পরিকল্পনা রয়েছে পায়েলের। অভিনেত্রীর কথায়, ‘‘একসঙ্গে কোথাও একটা ডিনার করতে যাওয়ার ইচ্ছা রয়েছে।’’

Advertisement

জন্মদিনে অনেকেই নিজের কাছে কোনও প্রতিজ্ঞা করে থাকেন। পায়েল কি এই ধরনের কোনও রীতিতে বিশ্বাস করেন? অভিনেত্রী হেসে বললেন, ‘‘জন্মদিনটা আনন্দে কাটানোর দিন। তা ছাড়া আগামী কাল আমি কী করব সেটা নিয়ে কোনও রকম প্রতিজ্ঞা করি না। সেখানে জন্মদিনের রেজ়োলিউশন নিয়ে কোনও ভাবনা থাকে না।’’

সম্প্রতি মৈনাক ভৌমিকে পরিচালিত ছবির শুটিং শেষ করেছেন পায়েল। চলতি মাসেই দেবারতি ভৌমিকের নতুন ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী। তবে জন্মদিনে পেশাগত কাজ নিয়ে মাথা ঘামাতে রাজি নন পায়েল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement