পার্নো মিত্র। ছবি: সংগৃহীত।
গত মাসে দুবাই ঘুরতে গিয়েছিলেন পার্নো মিত্র। সেখানে পায়ে চোট পান অভিনেত্রী। সমাজমাধ্যমে পায়ের ছবি পোস্ট করে সে খবর জানিয়েছিলেন পার্নো। এ রকম অবস্থায় বাড়িতে বিশ্রামের পরিবর্তে প্রতিবেশী দেশে হাজির হলেন পার্নো। এই মুহূর্তে অভিনেত্রী ছুটি কাটাতে শ্রীলঙ্কায় রয়েছেন।
দুবাইয়ে পায়ের পাতায় চোট পাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে অনুরাগীরা চিন্তায় রয়েছেন। এ দিকে বিমানবন্দরে অভিনেত্রীকে হুইলচেয়ারে দেখা গিয়েছে। এই অবস্থায় শ্রীলঙ্কা ভ্রমণের সিদ্ধান্ত কেন? আনন্দবাজার অনলাইনকে পার্নো বললেন, ‘‘আসলে অনেক আগে থেকেই আমাদের সব বুকিং করা ছিল। আর আমার ঘুরতে খুবই ভাল লাগে। তাই বান্ধবীর সঙ্গে চলে এলাম।’’
দুবাইয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ের পাতা ফুলে যায় পার্নোর। চিকিৎসকের পরামর্শে আপাতত পায়ে ব্যান্ডেজ বেঁধে রাখতে হচ্ছে তাঁকে। বেশি ক্ষণ হাঁটার পর ব্যবহার করতে হচ্ছে হুইলচেয়ার। এখন কেমন আছেন তিনি? পার্নো বললেন, ‘‘আপাতত ব্যথার ওষুধ চলছে। তবে ব্যথা না কমলে ডাক্তার বলেছেন পায়ের একটা আমআরআই করে লিগামেন্টে কোনও চোট পেয়েছি কি না, সেটা দেখবেন।’’
শ্রীলঙ্কায় আপাতত বেশ কয়েকদিন থাকবেন পার্নো। সমাজমাধ্যমের পাতায় সেখানকার নয়নাভিরাম দৃশ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন পার্নো। ঘুরতে গিয়ে অসুবিধা হচ্ছে না? অভিনেত্রী হেসে বললেন, ‘‘ততটা নয়। আর খুব সমস্যা হলে বন্ধুর কাঁধ তো রয়েইছে।’’
আগামী ১০ জানুয়ারি শহরে ফিরবেন পার্নো। তার পর নতুন কাজ নিয়ে চিন্তাভাবনা শুরু করবেন তিনি। বললেন, ‘‘এই বছরে প্রচুর ঘুরে বেড়ানোর ইচ্ছা রয়েছে। দেখা যাক কতটা কী পরিকল্পনা করে উঠতে পারি।’’