jennifer lopez

বিয়ে পাকাপাকি হওয়ার পরে বিচ্ছেদ, ১৭ বছর পরে ফের একসঙ্গে জেলো আর বেন?

এক মাস আগে অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে সম্পর্ক ভাঙেন জেনিফার লোপেজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৫:৩৩
Share:
শহরের বাইরে ছুটি কাটাতে গিয়েছিলেন ‘বেনিফার’

শহরের বাইরে ছুটি কাটাতে গিয়েছিলেন ‘বেনিফার’

বিয়ে পাকাপাকি হয়ে যাওয়ার পরে সম্পর্ক ভেঙে যায় তাঁদের। জেনিফার লোপেজ এবং অভিনেতা বেন অ্যাফ্লেকের জুটি নিয়ে এক সময়ে মাতামাতি ছিল হলিউডে। সম্প্রতি সেই জুটিকে শহরের বাইরে ছুটি কাটাতে দেখে উত্তেজিত অনুরাগীরা। প্রশ্ন জাগছে, এত বছর পরে ফের তাঁরা প্রেম করছেন?

Advertisement

হলিউডের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাক্তন প্রেমিকা ও প্রেমিক মন্টানার ইয়েলোস্টোনে ছুটি কাটাতে গিয়েছিলেন। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, তাঁরা দু’জন ছাড়া আর কেউ ছিলেন না সঙ্গে৷ এর পরে তাঁদের একটি ছবি প্রকাশ পায় নেটমাধ্যমে। একটি গাড়ির ভিতরে একদা যুগল। গাড়ি চালাচ্ছেন বেন। পাশে জেনিফার।

২০০২ সালে ‘গিগলি’-র শ্যুটিংয়ে আলাপ ‘বেনিফার’-এর (এই নামেই ডাকা হত তাঁদের দু’জনকে)। ২০০৩ সালের সেপ্টেম্বরে তাঁদের বিয়ের তারিখ স্থির হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে নির্ধারিত দিনের কিছু আগে বিয়ে হচ্ছে না বলে ঘোষণা করেন তাঁরা। তার পর ২০০৪ সালে তাঁদের সম্পর্ক ভাঙার কথাও জানান তাঁরা।

Advertisement

বেনিফারের পুরনো সম্পর্কের নতুন রূপের খবর প্রকাশ্যে আসার এক মাস আগে অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে সম্পর্ক ভাঙেন জেলো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement