কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে। ফাইল চিত্র।
খুব মজা করবেন বলে কলকাতায় এসেছিলেন। সেই কলকাতাতেই লাইভ শোয়ের পর আচমকা মৃত্যু হয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকের। তিনি নেই— ভক্তদের এখনও বিশ্বাস হচ্ছে না।কলকাতা আসার আগে একটি ভিডিয়োবার্তা নেটমাধ্যমে পোস্ট করেন কেকে। ওই বার্তায় তিনি বলেছিলেন, ‘‘আমি ৩১ মে কলকাতায় গুরুদাস কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘উৎকর্ষ ২০২২’-এ লাইভ শো করতে আসছি। নজরুল মঞ্চে এই অনুষ্ঠান হবে। একসঙ্গে খুব মজা করব। সবার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।’’ সেই অনুষ্ঠান শেষেই শিল্পীর মৃত্যু! কেকের গানের শেষ সাক্ষী হয়ে রইল কলকাতা।
মঙ্গলবার সন্ধ্যায় বলিউডের নেপথ্যগায়ক কেকে নজরুল মঞ্চে লাইভ শো করেন। অনুষ্ঠান শেষে ধর্মতলা এলাকার একটি বিলাসবহুল হোটেলে ফেরেন তিনি। হোটেলে ফিরে শারীরিক ভাবে অসুস্থ বোধ করেন। অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসকদের অনুমান, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে কেকের। বুধবার তাঁর দেহের ময়নাতদন্ত হবে।
কেকের শেষবার্তা—
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।