Bappi Lahiri

Bappi Lahiri Death: জীবনীচিত্র বানাতে চেয়েছিলেন অনেকেই, নিজের চরিত্রে কাকে পছন্দ ছিল বাপ্পির?

জীবনীচিত্র করতে চেয়ে অনেকেই ভিড় করেছিলেন বাপ্পির কাছে। কিন্তু এ বিষয়ে কোনও কথাই চূড়ান্ত করে উঠতে পারেননি প্রখ্যাত সুরকার-গায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৯
Share:

জীবনীচিত্র নিয়ে চিন্তা-ভাবনা করছিলেন বাপ্পি।

ঘটনাবহুল জীবন তাঁর। বর্ণিলও বটে। বলিউডের ‘ডিস্কো কিং’-এর জীবনের গল্প পর্দায় ফুটিয়ে তুলতে চাওয়া পরিচালক-প্রযোজকদের অভাব ছিল না। অতীতে এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন বাপ্পি লাহিড়ি স্বয়ং।

Advertisement

জীবনীচিত্র করতে চেয়ে অনেকেই ভিড় করেছিলেন বাপ্পির কাছে। কিন্তু এ বিষয়ে কোনও কথাই চূড়ান্ত করে উঠতে পারেননি প্রখ্যাত সুরকার-গায়ক। তবে নিজের যৌবনকালের চরিত্রে রণবীর সিংহকে দেখতে চেয়েছিলেন প্রয়াত শিল্পী। চেয়েছিলেন, তাঁর ফেলে আসা দিনগুলি পর্দায় ফুটিয়ে তুলুন ‘৮৩’-র অভিনেতা।

বাপ্পির সঙ্গে রণবীর।

রণবীর আগাগোড়াই বাপ্পির অনুরাগী। একাধিক বার সে কথা বলেছেন অভিনেতা নিজেই। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাপ্পিকে উৎসর্গ করে একটি পারফরম্যান্স করেন তিনি। ভবিষ্যতে কি সত্যিই ‘ডিস্কো কিং’ হয়ে পর্দায় ধরা দেবেন রণবীর? ইচ্ছে পূরণ হবে প্রয়াত শিল্পীর? উত্তর দেবে সময়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement