Pori Moni

কাছের মানুষ অসুস্থ, হাসপাতালেই কাজের মিটিং সারলেন পরীমণি

এক জন সুস্থ হন, তো অন্য জন অসুস্থ হয়ে পড়েন। একের পর এক ঝড় বয়ে যাচ্ছে পরীমণির উপর দিয়ে। হাসপাতালেই সময় কাটছে অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ১৬:৩৯
Share:

পরীমণি। ছবি: সংগৃহীত।

এমনিতেই বিতর্ক পিছু ছাড়ে না তাঁর। এরই মাঝে এক বার হাসপাতাল আর বাড়ি করতে হচ্ছে বাংলাদেশি অভিনেত্রী পরীমণিকে। কিছু দিন আগেই তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। অসুস্থতার খবর নিজেই সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন নায়িকা। ছেলেকে নিয়ে বেশ অনেক দিন হাসপাতালেই কাটাতে হয়েছিল তাঁকে। আবারও হাসপাতাল আর ঘর করতে হচ্ছে নায়িকাকে। একা হাতে ছেলে রাজ্যকে যেমন সামলাচ্ছেন অভিনেত্রী। তেমনই পরিবারের পুরো দায়িত্বই তাঁর কাঁধে। অসুস্থ হয়ে পড়েছেন তাঁর দাদু। ফলে খুবই চিন্তায় পরীমণি। বেশ কিছু ছবি পোস্ট করলেন তাঁর সমাজমাধ্যমের পাতায়। হাসপাতালেই তাই করতে হচ্ছে আগামী নতুন কাজের মিটিংও। এরই মধ্যে অনেকের অনুরোধ থাকে তাঁর ছোট্ট ছেলেকে দেখারও। তাই সকলের অনুরোধ রাখতে হাসপাতাল থেকেই বেশ কিছু ছবি পোস্ট করলেন পরী।

Advertisement

নায়িকা লেখেন, “কতগুলো দিন শুধু হাসপাতাল আর বাড়ি করছি আমরা। দু’দিন আগে জ্বর নিয়ে আমি ভর্তি হলাম হাসপাতালে। এখন আবার আমার দাদু অসুস্থ। তাই তাঁকে দেখাশোনা করতে হচ্ছে। এরই মধ্যে অনেকে আমার ছেলেকে দেখার অনুরোধ জানাচ্ছেন। তাই হাসপাতাল থেকেই বেশ কিছু ছবি তুললাম। শুধু তাই নয়, হাসপাতালের বারান্দায় বসে নতুন কাজের একটা মিটিংও সেরে ফেলেছি। কী কাজ? সেটা পরে সবাইকে জানাব।”

কিছু দিন আগে প্রকাশ্যে আসে পরী এবং তাঁর প্রাক্তন স্বামী শরিফুল রাজের আইনি বিচ্ছেদের কথা। তাঁদের দাম্পত্য কলহ নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। আপাতত ছেলেকে ভাল মানুষ করাই একমাত্র লক্ষ্য পরীমণির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement