Mahiya Mahi

বিচ্ছেদের ঘোষণা করে দিয়েছেন, ফের দ্বিতীয় স্বামীর কাছে ফিরতে চাইছেন মাহিয়া মাহি?

বিবাহবিচ্ছেদের পর যে একাকিত্বে ভুগছেন, মাহিয়া মাহি নিজেই জানিয়েছেন, সে কথা। তবে কি স্বামী রাকিবের কাছেই ফিরছেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৯:০৮
Share:

মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত।

বিয়ের তিন বছরের মাথায় সংসার ভাঙার খবর দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। আপাতত স্বামী রাকিব সরকারের আর তিনি আলদাই রয়েছেন। খুব শীঘ্রই তাঁদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হবে। মাঝে বেশ কয়েক বার নিজেই জানিয়েছেন, একাকিত্বে ভুগছেন তিনি। তবে কি স্বামী রাকিবের কাছেই ফিরে যাবেন মাহি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই খুলে বললেন অভিনেত্রী।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যমকে মাহিয়া মাহি জানান, বিচ্ছেদ হবেই। কিন্তু, বিচ্ছেদেরও তো একটা প্রক্রিয়া থাকে, সেই কাজ চলছে। শিগগিরই বিচ্ছেদের চিঠি চলে যাবে তাঁর স্বামীর কাছে। অথচ অভিনেত্রীর স্বামীর কণ্ঠে উল্টো সুর। তিনি মাহির সঙ্গে সংসার করতে চান। কিন্তু, মাহি কি ফিরতে চান স্বামীর কাছে? সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি যখন কোনও সিদ্ধান্ত নিই, অনেক সময় নিয়ে যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নিই। অনেক দিন পর্যবেক্ষণ করে, জেনে-বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে এক ছাদের নিচে আর ফিরব না। কারও সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলেও তাঁকে নিয়ে একটা লাইনও খারাপ কথা বলতে পারি না। এটি আমার ভাল গুণ, না খারাপ গুণ, বুঝি না আমি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement