Apurba- Nisho

‘আমরা অনেক দিন কথা বলি না’, অপূর্ব-নিশোর বন্ধুত্বে ফাটল?

জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশোর বন্ধুত্বের গল্প কমবেশি অনেকেই জানেন ও পার বাংলায়। এ বার সেই বন্ধুত্বেই চিড়!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ১৯:০১
Share:

জিয়াউল ফারুক অপূর্ব এবং আফরান নিশো। ছবি: ফেসবুক।

জিয়াউল ফারুক অপূর্ব এবং আফরান নিশো ও পার বাংলার দুই আলোচিত অভিনেতা৷ তাঁদের দু’জনের মধ্যে মিলও রয়েছে অনেক৷ কেউ কেউ তো আবার অপূর্ব আর নিশোর মুখেও অনেক মিল খুঁজে পান। দুই অভিনেতার মধ্যে বন্ধুত্বও নাকি ছিল দারুণ। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, দুই বন্ধুর সম্পর্ক মোটেই ভাল যাচ্ছে না। শোনা যাচ্ছে, অপূর্বর জন্মদিনে শুভেচ্ছাও জানাননি নিশো। তার পর থেকেই দু’জনের মধ্যে দুরত্ব আরও বেড়েছে। এ প্রসঙ্গে যদিও এত দিন কোনও মন্তব্য করেননি তাঁদের কেউই।

Advertisement

সম্প্রতি বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুললেন অপূর্ব। নিশোর সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটা ঠিক, ইদানীং আমাদের একটু মান–অভিমান চলছে। অনেক দিন ধরে কথাবার্তা হয় না। বন্ধুত্বে আস্থা, বিশ্বাসটা সব থেকে বেশি থাকা উচিত বলে আমি মনে করি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমাদের মধ্যে সেই বিষয়টাই কম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement