Arifin Shuvoo

স্ত্রী অর্পিতার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ

বাংলাদেশের উত্তাল সময়ে জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ সমাজমাধ্যমে ঘোষণা করলেন তাঁর বিবাহবিচ্ছেদের কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৪ ২১:৩২
Share:

স্ত্রী অর্পিতার সঙ্গে বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ছবি: সংগৃহীত।

বিচ্ছেদের মরসুম চলছে বিনোদন দুনিয়া জুড়ে। বলিউড, টলিউডের আঁচ গিয়ে পড়ল এবার ঢাকাতেও। বুধবার সন্ধ্যায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ সমাজমাধ্যমে ঘোষণা করলেন তাঁর বিবাহবিচ্ছেদের কথা।

Advertisement

আরিফিন লিখেছেন, ‘‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনও কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সঙ্কোচ বোধ করছি। তার পরেও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা, আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি। জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুই জনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’’

শুভ তাঁর স্ত্রী অর্পিতা সমাদ্দারের কাছে কৃতজ্ঞ। লিখেছেন, ‘‘আমার এবং আমার মায়ের জন্য অর্পিতা যা করেছেন, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর সুস্থ ভাবে বাঁচতে পারব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement