Balika Vadu Actress

মা হওয়ার ঠিক মুখে জটিলতা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী

‘বালিকা বধূ’ ধারাবহিকের মাধ্যমে জনপ্রিয়তা। গত বছর খবর দেন, অভিনেত্রী সন্তানসম্ভবা। তবে মা হওয়ার ঠিক মুখে এসে জটিলতা তৈরি হওয়ায় হাসপাতালে ভর্তি অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ১৬:০৪
Share:

গর্ভাবস্থার শেষ পর্যায় এসে জটিলতা, হাসপাতালে ভর্তি অভিনেত্রী। ছবি: সংগৃহীত।

‘বালিকা বধূ’ ধারাবাহিকে গহনার চরিত্রে অভিনয়। রাতারাতি জনপ্রিয়তা পান অভিনেত্রী নেহা মর্দা। যদিও বিয়ের পর খুব বেছে বেছে কাজ করতে শুরু করেন নেহা। ২০১২ সালে পটনার ব্যবসায়ী আয়ুষ্মান আগরওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। বিয়ের দশ বছরের মাথায় অন্তঃসত্ত্বা হন নেহা। কিন্তু মা হওয়ার ঠিক মুখে এসে জটিলতা দেখা দেয়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে।

Advertisement

গত বছর নভেম্বর মাসে নেহা জানান, তিনি সন্তানসম্ভবা। চলতি বছর জানুয়ারিতে স্বামীর সঙ্গে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিয়ো পোস্ট করেন। যাতে ক্রমবর্ধমান স্ফীতোদর নিয়ে সমস্যা পড়েন অভিনেত্রী। তবে প্রতিটা মুহূর্তে তাঁর মুশকিল আসান করছেন তাঁর স্বামী। গত ২৬ জানুয়ারি সাধের অনুষ্ঠান হয় নেহার। সেই সময় একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেত্রী। একেবারে হাসিখুশি ছিলেন। কিন্তু একেবারে শেষ মাসে এসে জটিলতা দেখা দেয়। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement